সংসদ বর্জন আইন প্রণয়ন আবশ্যক' মন্তব্যটি কোন সংস্থার?
ক) গ্রামীন বাংক
খ) মানবাধিকার কমিশন
গ) দুদক
ঘ) টিআইবি
বিস্তারিত ব্যাখ্যা:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) একটি বেসরকারি সংস্থা যা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করে। সংসদ সদস্যদের লাগাতার সংসদ বর্জন সংস্কৃতির পরিপ্রেক্ষিতে টিআইবি এই ধরনের মন্তব্য করেছিল।
Related Questions
ক) অবৈধ অর্থ লেনদেন আইন
খ) মানি লন্ডারিং প্রিভেনশন আইন
গ) অর্থ ব্যবহার ও লেনদেন আইন
ঘ) মানি লন্ডারিং আইন
Note : অবৈধ উপায়ে উপার্জিত অর্থ বৈধ করার প্রক্রিয়াকে মানি লন্ডারিং বলে। এটি প্রতিরোধ করার জন্য বাংলাদেশে 'মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২' (Money Laundering Prevention Act, 2012) কার্যকর রয়েছে।
ক) ৩৯(২) খ অনুচ্ছেদ
খ) ৩৯(১) অনুচ্ছেদ
গ) ৩৯(২) ক অনুচ্ছেদ
ঘ) ৩৯(১) ক অনুচ্ছেদ
Note : সংবিধানের ৩৯ নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতার কথা বলা হয়েছে। এর উপ-অনুচ্ছেদ ৩৯(২)(খ)-তে বিশেষভাবে 'সংবাদক্ষেত্রের স্বাধীনতার' নিশ্চয়তা প্রদান করা হয়েছে।
ক) ১২৯তম
খ) ১৩৩তম
গ) ১৩১তম
ঘ) ১৪২তম
Note : UNDP কর্তৃক প্রকাশিত মানব উন্নয়ন প্রতিবেদন ২০২২/২৩ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান ১২৯তম। এই সূচকটি মূলত একটি দেশের মানুষের আয়, শিক্ষা ও গড় আয়ুর ওপর ভিত্তি করে তৈরি করা হয়।
ক) GMT -6 hours
খ) GMT + 6 hours
গ) GMT - 8 hours
ঘ) GMT + 8 hours
Note : বাংলাদেশের প্রমাণ সময় গ্রিনিচ মান সময় (Greenwich Mean Time - GMT) থেকে ৬ ঘন্টা অগ্রবর্তী। তাই একে GMT+6 হিসেবে প্রকাশ করা হয়।
ক) ১৯৭৮ সালে
খ) ১৯৭১ সালে
গ) ১৯৭২ সালে
ঘ) ১৯৭৩ সালে
Note : বাংলাদেশ বিমান ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে অভ্যন্তরীণ ফ্লাইট দিয়ে যাত্রা শুরু করে এবং ১৯৭৩ সালে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে এর আন্তর্জাতিক যাত্রা শুরু হয়।
ক) ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি
খ) ১৯৭২ সালের ১০ মে
গ) ১৯৭২ সালের ১৭ অক্টোবর
ঘ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
Note : বাংলাদেশ ১৯৭২ সালের ১০ই মে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং বিশ্বব্যাংক গ্রুপের সদস্যপদ লাভ করে।
জব সলুশন