মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
ক) হুতোম প্যাঁচার নকশা
খ) আলালের ঘরের দুলাল
গ) কমলাকান্তের দপ্তর
ঘ) উদাসীন পথিকের মনের কথা
বিস্তারিত ব্যাখ্যা:
'উদাসীন পথিকের মনের কথা' তাঁর রচিত একটি আত্মজৈবনিক উপন্যাস। 'হুতোম প্যাঁচার নকশা' কালীপ্রসন্ন সিংহের, 'আলালের ঘরের দুলাল' প্যারীচাঁদ মিত্রের এবং 'কমলাকান্তের দপ্তর' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা।
Related Questions
ক) চর্যাপদ
খ) শ্রীকৃষ্ণকীর্তন
গ) শূন্যপূরাণ
ঘ) নিরঞ্জনের রুম্মা
Note : 'চর্যাপদ' হলো বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, যা মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপাল থেকে আবিষ্কার করেন। 'শ্রীকৃষ্ণকীর্তন' মধ্যযুগের আদি নিদর্শন।
ক) অতিথী
খ) অতীথী
গ) অথিতি
ঘ) অতিথি
Note : অতিথি' (যার আগমনের তিথি বা দিনক্ষণ নির্দিষ্ট নয়) বানানটিতে 'ত' এবং 'থ' উভয় ক্ষেত্রেই হ্রস্ব-ই কার (ি) ব্যবহৃত হয়। অন্য বানানগুলো ভুল।
ক) পিক
খ) শিখন্ডী
গ) বাজী
ঘ) মকর
Note : শিখন্ডী' শব্দের অর্থ ময়ূর। অন্য অপশনগুলোর মধ্যে 'পিক' অর্থ কোকিল, 'বাজী' অর্থ ঘোড়া এবং 'মকর' একটি পৌরাণিক জলজন্তু বা রাশিচক্রের নাম। তাই সঠিক উত্তর শিখন্ডী।
ক) 1910
খ) 1912
গ) 1908
ঘ) 1907
Note : মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজকীয় গ্রন্থাগার থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। এটি বাংলা সাহিত্যের ইতিহাসে একটি মাইলফলক।
ক) পছন্দ হওয়া
খ) অশুভ দৃষ্টিতে পড়া
গ) মনে ধরা
ঘ) সুদৃষ্টিতে আসা
Note : নজর লাগা' একটি প্রচলিত বাগধারা, যা দ্বারা কারো অশুভ বা ঈর্ষান্বিত দৃষ্টির কারণে ক্ষতি হওয়া বোঝায়। তাই এর সঠিক অর্থ 'অশুভ দৃষ্টিতে পড়া'।
ক) শ্রীকর নন্দী
খ) মাগন ঠাকুর
গ) কবীন্দ্র পরমেশ্বর
ঘ) মালাধর বসু
Note : চট্টগ্রামের শাসক পরাগল খাঁর আদেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের প্রথম বাংলা অনুবাদ করেন, যা 'পরাগলী মহাভারত' নামে পরিচিত। মালাধর বসু ভাগবতের অনুবাদক এবং শ্রীকর নন্দী মহাভারতের অশ্বমেধ পর্বের অনুবাদক, যিনি কবীন্দ্রের পরবর্তী।
জব সলুশন