ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসেন কবে?
ক) ৫ জুন ২০১৫
খ) ৬ জুন ২০১৫
গ) ৭ জুন ২০১৫
ঘ) ৮ জুন ২০১৫
বিস্তারিত ব্যাখ্যা:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালের ৬ ও ৭ জুন বাংলাদেশে দ্বিপাক্ষিক সফরে এসেছিলেন। এই সফরে স্থল সীমান্ত চুক্তিসহ একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়।
Related Questions
ক) ব্যক্তির জ্ঞান
খ) ব্যক্তি নিরপেক্ষ জ্ঞান
গ) প্রাকৃতিক জ্ঞান
ঘ) কোনোটাই নয়
Note :
Objective Knowledge বা বস্তুনিষ্ঠ জ্ঞান হলো সেই জ্ঞান যা ব্যক্তির বিশ্বাস, অনুভূতি বা মতামতের উপর নির্ভরশীল নয়, বরং যা যাচাইযোগ্য এবং সকলের জন্য একই। তাই এটি 'ব্যক্তি নিরপেক্ষ জ্ঞান'।
ক) দক্ষিণ আফ্রিকা
খ) দক্ষিণ আমেরিকা
গ) পূর্ব ইউরোপ
ঘ) দক্ষিণ এশিয়া
Note : আমাজন নদী এবং এর অববাহিকায় অবস্থিত বিশাল রেইনফরেস্ট দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। এটি ব্রাজিল, পেরু, কলম্বিয়া সহ কয়েকটি দেশজুড়ে বিস্তৃত।
ক) ৮ মে
খ) ১ মে
গ) ১৭ মে
ঘ) ৩১ মে
Note : প্রতি বছর ৮ই মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়। এই দিনটি রেডক্রসের প্রতিষ্ঠাতা জঁ অঁরি দ্যুনঁ (Jean-Henri Dunant)-এর জন্মদিন।
ক) পাহাড়ি ভূমি
খ) সমতল ভূমি
গ) জলাভূমি
ঘ) কৃষিভূমি
Note : জলাভূমি (Wetlands) অত্যন্ত উৎপাদনশীল বাস্তুতন্ত্র এবং এখানে জলজ ও স্থলজ উভয় প্রকারের জীবের সমাগম ঘটে। তাই জলাভূমি অঞ্চলে জীববৈচিত্র্যের সূচক বা High Diversity Index থাকে।
ক) Trust, Norms, Network
খ) Network
গ) Trust, Norms
ঘ) Trust
Note : Social Capital বা সামাজিক পুঁজি বলতে সমাজের সদস্যদের মধ্যে বিদ্যমান পারস্পরিক বিশ্বাস (Trust), সামাজিক নিয়মকানুন (Norms), এবং যোগাযোগ বা সম্পর্কের জালকে (Network) বোঝায়, যা সম্মিলিতভাবে সমাজের উন্নতিতে সহায়তা করে।
ক) রবীন্দ্রনাথ ঠাকুর
খ) কাজী নজরুল ইসলাম
গ) হাছন রাজা
ঘ) লালন ফকির
Note : বাউল সাধক লালন ফকিরের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না। কাজী নজরুল ইসলাম দশম শ্রেণি পর্যন্ত, রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিক শিক্ষায় অনুত্তীর্ণ হলেও স্বশিক্ষিত ছিলেন এবং হাছন রাজা জমিদার পরিবারের সন্তান হিসেবে শিক্ষা লাভ করেন।
জব সলুশন