পানির pH কত?
ক) 7.1
খ) 7.2
গ) 7.3
ঘ) 7
বিস্তারিত ব্যাখ্যা:
pH হলো কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারকত্ব পরিমাপের একক। বিশুদ্ধ পানির pH মান ৭ (সাত), যা নিরপেক্ষ নির্দেশ করে। ৭-এর কম হলে অম্লীয় এবং বেশি হলে ক্ষারীয়।
Related Questions
ক) ৯৮.১ ডিগ্রি ফারেনহাইট
খ) ৯৮.২ ডিগ্রি ফারেনহাইট
গ) ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট
ঘ) ৯৭.৪ ডিগ্রি ফারেনহাইট
Note : মানবদেহের মুখের ভেতরের স্বাভাবিক গড় তাপমাত্রা হলো ৯৮.৪° ফারেনহাইট (বা ৩৭° সেলসিয়াস)। যদিও এটি ব্যক্তিভেদে এবং দিনের বিভিন্ন সময়ে কিছুটা পরিবর্তিত হতে পারে।
ক) এক দরজার সামনে প্রচন্ড আগুন জ্বলছে
খ) ”এক দরজার সামনে ১০ জন ডাকাত আগ্নেয়াস্ত্র হাতে দাঁড়িয়ে আছে”
গ) এক দররজায় তিন মাসের একটি ক্ষুধার্ত বাঘ আছে
ঘ) ”সাগর, যেখানে কুমীর আছে”
Note : তিন মাস ধরে ক্ষুধার্ত বাঘ বেঁচে থাকতে পারে না, অর্থাৎ বাঘটি ইতোমধ্যে মারা গেছে। তাই সেই দরজাটিই সবচেয়ে নিরাপদ।
ক) শীলা
খ) জমানো বরফ
গ) ঘনীভূত মেঘ
ঘ) ”চাপে কার্বন ডাই-অক্সাইডের কঠিন অবস্থা”
Note : Dry Ice বা শুষ্ক বরফ হলো কঠিন কার্বন ডাই-অক্সাইড (CO₂)। সাধারণ চাপে এটি তরল না হয়ে সরাসরি গ্যাস (বাষ্প) হয়ে যায়, এই প্রক্রিয়াকে ঊর্ধপাতন (sublimation) বলে।
ক) মাটি, পানি
খ) ”মাটি, পানি, আগুন”
গ) বাতাস, আগুন
ঘ) ইথার
Note : অ্যারিস্টটলের দর্শন অনুযায়ী, মহাবিশ্ব দুটি অংশে বিভক্ত: Sub-lunar (চাঁদের নিচের জগৎ) এবং Super-lunar (চাঁদের উপরের জগৎ)। Super-lunar region বা স্বর্গীয় জগৎ 'ইথার' নামক একটি অপরিবর্তনশীল পঞ্চম উপাদান দিয়ে তৈরি বলে মনে করা হতো।
ক) 2005
খ) 2007
গ) 2008
ঘ) 2006
Note : আফগানিস্তান ২০০৭ সালে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ক (SAARC)-এর অষ্টম সদস্য হিসেবে যোগদান করে।
ক) দুর্ভিক্ষ ও দারিদ্র্য
খ) উন্নয়নের গতিধারা
গ) মাইক্রোক্রেডিট
ঘ) বৈদেশিক সাহায্য
Note : ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন কল্যাণ অর্থনীতি (Welfare Economics), বিশেষ করে দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, এবং দারিদ্র্যের অন্তর্নিহিত কারণ বিষয়ে গবেষণার জন্য ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
জব সলুশন