তড়িৎ প্রবাহ প্রকৃতপক্ষে কি?
ক) প্রোটনের প্রবাহ
খ) নিউট্রনের প্রবাহ
গ) লোহা ও ক্রোমিয়াম প্রবাহ
ঘ) ইলেক্ট্রনের প্রবাহ
বিস্তারিত ব্যাখ্যা:
কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনসমূহের নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই তড়িৎ প্রবাহ (Electric Current) বলে। প্রোটন নিউক্লিয়াসে আবদ্ধ থাকে এবং চলাচল করে না।
Related Questions
ক) সাদা, লাল ও কাল
খ) সাদা, লাল ও নীল
গ) লাল, নীল ও সবুজ
ঘ) লাল, নীল ও কমলা
Note : রঙ্গিন টেলিভিশন বা যেকোনো ডিজিটাল ডিসপ্লেতে আলোর তিনটি মৌলিক রং—লাল (Red), সবুজ (Green) ও নীল (Blue) বা RGB ব্যবহার করে অন্য সব রং তৈরি করা হয়।
ক) সোডিয়াম আয়োডাইড
খ) পটাসিয়াম ক্লোরাইড
গ) পটাসিয়াম আয়োডাইড
ঘ) সোডিয়াম ক্লোরাইড
Note : আমরা যে সাধারণ খাবার লবণ ব্যবহার করি তার রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড (Sodium Chloride) এবং এর রাসায়নিক সংকেত NaCl।
ক) এক ধরনের অ্যান্টিবায়োটিক
খ) এক ধরনের জীবাণুনাশক
গ) এক ধরনের ভাইরাস
ঘ) এক ধরনের রঞ্জক পদার্থ
Note : পেনিসিলিন হলো একটি অ্যান্টিবায়োটিক, যা আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন। এটি পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তৈরি হয় এবং ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয়।
ক) পীতাভ সবুজ
খ) সাদা
গ) হালকা বাদামী
ঘ) বর্ণহীন
Note : ক্লোরিন (Cl₂) একটি হ্যালোজেন মৌল। স্বাভাবিক তাপমাত্রা ও চাপে এটি একটি শ্বাসরোধী, বিষাক্ত এবং পীতাভ-সবুজ (yellowish-green) বর্ণের গ্যাস।
ক) 7.1
খ) 7.2
গ) 7.3
ঘ) 7
Note : pH হলো কোনো দ্রবণের অম্লত্ব বা ক্ষারকত্ব পরিমাপের একক। বিশুদ্ধ পানির pH মান ৭ (সাত), যা নিরপেক্ষ নির্দেশ করে। ৭-এর কম হলে অম্লীয় এবং বেশি হলে ক্ষারীয়।
ক) ৯৮.১ ডিগ্রি ফারেনহাইট
খ) ৯৮.২ ডিগ্রি ফারেনহাইট
গ) ৯৮.৪ ডিগ্রি ফারেনহাইট
ঘ) ৯৭.৪ ডিগ্রি ফারেনহাইট
Note : মানবদেহের মুখের ভেতরের স্বাভাবিক গড় তাপমাত্রা হলো ৯৮.৪° ফারেনহাইট (বা ৩৭° সেলসিয়াস)। যদিও এটি ব্যক্তিভেদে এবং দিনের বিভিন্ন সময়ে কিছুটা পরিবর্তিত হতে পারে।
জব সলুশন