একটি ছাতা ৩৬ টাকায় বিক্রয় করাতে যত ক্ষতি হয় ৭২ টাকা বিক্রয় করলে লাভ হয়। ছাতাটির ক্রয়মূল্য কত?
ক) ৪২ টাকা
খ) ৫৪ টাকা
গ) ৩৬ টাকা
ঘ) ৪৮ টাকা
বিস্তারিত ব্যাখ্যা:
ধরি, ক্রয়মূল্য = ক টাকা। শর্তানুসারে, (ক - ৩৬) = (৭২ - ক) [ক্ষতি = লাভ]। বা, ২ক = ৭২ + ৩৬ = ১০৮। বা, ক = ১০৮/২ = ৫৪ টাকা। সুতরাং, ক্রয়মূল্য ৫৪ টাকা।
Related Questions
ক) তামা ও জিংক
খ) তামা ও লোহা
গ) লোহা ও ক্রোমিয়াম
ঘ) জিংক ও লোহা
Note : পিতল বা Brass একটি সংকর ধাতু যা প্রধানত তামা (Copper) এবং দস্তা বা জিংক (Zinc) এর মিশ্রণে তৈরি হয়। এই মিশ্রণের অনুপাতের ওপর পিতলের ধর্ম নির্ভর করে।
ক) প্রোটনের প্রবাহ
খ) নিউট্রনের প্রবাহ
গ) লোহা ও ক্রোমিয়াম প্রবাহ
ঘ) ইলেক্ট্রনের প্রবাহ
Note : কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনসমূহের নির্দিষ্ট দিকে প্রবাহিত হওয়ার হারকেই তড়িৎ প্রবাহ (Electric Current) বলে। প্রোটন নিউক্লিয়াসে আবদ্ধ থাকে এবং চলাচল করে না।
ক) সাদা, লাল ও কাল
খ) সাদা, লাল ও নীল
গ) লাল, নীল ও সবুজ
ঘ) লাল, নীল ও কমলা
Note : রঙ্গিন টেলিভিশন বা যেকোনো ডিজিটাল ডিসপ্লেতে আলোর তিনটি মৌলিক রং—লাল (Red), সবুজ (Green) ও নীল (Blue) বা RGB ব্যবহার করে অন্য সব রং তৈরি করা হয়।
ক) সোডিয়াম আয়োডাইড
খ) পটাসিয়াম ক্লোরাইড
গ) পটাসিয়াম আয়োডাইড
ঘ) সোডিয়াম ক্লোরাইড
Note : আমরা যে সাধারণ খাবার লবণ ব্যবহার করি তার রাসায়নিক নাম হলো সোডিয়াম ক্লোরাইড (Sodium Chloride) এবং এর রাসায়নিক সংকেত NaCl।
ক) এক ধরনের অ্যান্টিবায়োটিক
খ) এক ধরনের জীবাণুনাশক
গ) এক ধরনের ভাইরাস
ঘ) এক ধরনের রঞ্জক পদার্থ
Note : পেনিসিলিন হলো একটি অ্যান্টিবায়োটিক, যা আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করেন। এটি পেনিসিলিয়াম নামক ছত্রাক থেকে তৈরি হয় এবং ব্যাকটেরিয়াঘটিত সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয়।
জব সলুশন