What is the closest meaning of the word "Indignation"?

ক) Humiliation
খ) Anger
গ) Lacking Dignity
ঘ) Disunity
বিস্তারিত ব্যাখ্যা:
'Indignation' শব্দটির অর্থ হলো কোনো অন্যায় বা অবিচারের কারণে সৃষ্ট ন্যায়সঙ্গত ক্রোধ বা তীব্র অসন্তোষ (righteous anger)। প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'Anger' (ক্রোধ) হলো এর সবচেয়ে নিকটবর্তী অর্থ।

Related Questions

ক) দ্রাঘিমা রেখা
খ) অক্ষরেখা
গ) নিরক্ষরেখা
ঘ) মধ্যরেখা
Note : পৃথিবীর কেন্দ্র দিয়ে কল্পিত কোনো সমতল পৃথিবীপৃষ্ঠকে যে বৃত্তে ছেদ করে, তাকে মহাবৃত্ত (Great Circle) বলে। 'নিরক্ষরেখা' (Equator) হলো সবচেয়ে বড় মহাবৃত্ত। প্রতিটি দ্রাঘিমা রেখাও মহাবৃত্তের অর্ধেক, কিন্তু অক্ষরেখাগুলো (নিরক্ষরেখা ছাড়া) মহাবৃত্ত নয়।
ক) লাক্ষা চাষ
খ) কোষ ক্লোনিং
গ) বাদাম চাষ
ঘ) তুঁত চাষ
Note : Lac Culture বলতে 'লাক্ষা চাষ' বোঝানো হয়। এটি এক প্রকার ক্ষুদ্র পতঙ্গ (Laccifer lacca) থেকে নিঃসৃত রজনকে সংগ্রহ ও প্রক্রিয়াজাত করার পদ্ধতি। এই রজন বা লাক্ষা বিভিন্ন শিল্পে, যেমন বার্নিশ, রঙ, ও অলংকার তৈরিতে ব্যবহৃত হয়।
ক) স্টেথোস্কোপ
খ) মাইক্রোস্কোপ
গ) টেলিস্কোপ
ঘ) পেরিস্কোপ
Note : ডুবোজাহাজ থেকে পানির উপরের দৃশ্য দেখার জন্য 'পেরিস্কোপ' নামক যন্ত্র ব্যবহার করা হয়। এটিতে দর্পণ বা প্রিজম ব্যবহার করে আলোর প্রতিফলনের মাধ্যমে দৃষ্টিসীমার বাইরের বস্তু দেখা সম্ভব হয়।
ক) সোডিয়াম স্টিয়ারেট
খ) গ্লিসারিন
গ) সিলিকন
ঘ) ইথানল
Note : সাবানায়ন (Saponification) প্রক্রিয়ায় তেল বা চর্বির সাথে ক্ষার (যেমন সোডিয়াম হাইড্রক্সাইড) বিক্রিয়া করে সাবান (সোডিয়াম স্টিয়ারেট) এবং গ্লিসারিন উৎপন্ন হয়। এখানে সাবান হলো মূল উৎপাদ এবং গ্লিসারিন হলো একটি মূল্যবান উপজাত (by-product)।
ক) কমে
খ) বাড়ে
গ) একই থাকে
ঘ) খুবই কম হয়
Note : পুরোনো মডেলের ফ্যান রেগুলেটরগুলো রোধক (resistor) ব্যবহার করে ভোল্টেজ কমাতো। এতে পাখা ধীরে ঘুরলেও, অতিরিক্ত বিদ্যুৎ রোধকের মাধ্যমে তাপ হিসেবে নষ্ট হতো, ফলে মোট বিদ্যুৎ খরচ প্রায় একই থাকত। তবে আধুনিক ইলেকট্রনিক রেগুলেটরে বিদ্যুৎ খরচ আসলেই কমে। পরীক্ষার প্রশ্ন হিসেবে সাধারণত পুরোনো ধারণাটিই সঠিক ধরা হয়।
ক) ডায়াবেটিস
খ) রাতকানা
গ) গলগন্ড
ঘ) টিটেনি
Note : ভিটামিন-এ এর অভাবে প্রধানত 'রাতকানা' (Night Blindness) রোগ হয়। এই ভিটামিন চোখের রেটিনার কার্যকারিতা এবং দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখার জন্য অপরিহার্য। এর দীর্ঘস্থায়ী অভাবে কর্নিয়ার ক্ষতিসহ অন্ধত্বও হতে পারে।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন