কোথায় সারা বছরই দিন - রাত্রি সমান থাকে?

ক) কর্কটক্রান্তি অঞ্চলে
খ) মকরক্রান্তি অঞ্চলে
গ) মেরু অঞ্চলে
ঘ) বিষুবীয় অঞ্চলে
বিস্তারিত ব্যাখ্যা:
পৃথিবীর বিষুবীয় অঞ্চলে (Equatorial region) সূর্যরশ্মি প্রায় সারা বছর লম্বভাবে পড়ে। ফলে এই অঞ্চলে দিন ও রাত্রির দৈর্ঘ্যের পার্থক্য খুব কম থাকে এবং প্রায় সারা বছরই দিন-রাত্রি সমান (প্রায় ১২ ঘণ্টা করে) হয়।

Related Questions

ক) এ্যাসকর্বিক এসিড
খ) টারটারিক এসিড
গ) এমাইনো এসিড
ঘ) নাইট্রিক এসিড
Note : আমলকি ভিটামিন সি-এর একটি উৎকৃষ্ট উৎস। ভিটামিন সি-এর রাসায়নিক নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড (Ascorbic Acid)। তাই আমলকিতে অ্যাসকরবিক এসিড থাকে।
ক) মিথেন
খ) ইথেন
গ) হাইড্রোজেন
ঘ) অক্সিজেন
Note : প্রাকৃতিক গ্যাসের প্রধান এবং মূল উপাদান হলো হাইড্রোকার্বন গ্যাস মিথেন (CH₄), যা এর প্রায় ৮০-৯৫ শতাংশ জুড়ে থাকে। একারণে প্রাকৃতিক গ্যাসকে মূলত মিথেন গ্যাস হিসেবেই বিবেচনা করা হয়।
ক) ৫৫.০০%
খ) ৫-৮%
গ) ৬৬.০০%
ঘ) ৪৬.০০%
Note :

রক্তের প্লাজমা বা রক্তরসে প্রায় ৭% প্রোটিন থাকে। সম্পূর্ণ রক্তের হিসাবে এই পরিমাণটি ৫-৮% এর মধ্যে থাকে। প্রধান প্রোটিনগুলো হলো অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং ফাইব্রিনোজেন।

ক) ৩:০১:০১
খ) ৪:০২:০২
গ) ৪:০১:০১
ঘ) ৩:০২:০২
Note :

একটি আদর্শ সুষম খাদ্যের প্লেটে ক্যালরিভিত্তিক শর্করা (Carbohydrate), আমিষ (Protein) এবং চর্বি (Fat) এর অনুপাত সাধারণত ৪:১:১ হওয়া উচিত। অর্থাৎ, মোট ক্যালরির প্রধান অংশ শর্করা থেকে আসা বাঞ্ছনীয়।

ক) নীল
খ) বেগুনী
গ) লাল
ঘ) সবুজ
Note : কোনো বস্তুর বর্ণ নির্ধারিত হয় সেটি কোন বর্ণের আলো সবচেয়ে বেশি প্রতিফলিত করে তার উপর। একটি লাল বস্তু লাল দেখায় কারণ এটি দৃশ্যমান আলোর অন্য সব বর্ণ শোষণ করে শুধুমাত্র লাল বর্ণকে সবচেয়ে বেশি প্রতিফলিত করে।
ক) বাঁদর এর
খ) পিপিলিকার
গ) সাপ এর
ঘ) ফড়িং এর
Note : ফড়িং এবং ঝিঁ ঝিঁ পোকার মতো কিছু পতঙ্গের 'কান' বা শ্রവണ অঙ্গ তাদের পায়ে বা হাঁটুতে অবস্থিত থাকে, যা টাইমপ্যানাল অঙ্গ নামে পরিচিত।

জব সলুশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন