'মাধ্যমিক' এর প্রকৃতি প্রত্যয় কোনটি?
ক) মাধ্য + ষ্ণিক
খ) মাধ্য + মিক
গ) মাধ্যমিক+অ
ঘ) মধ্য + ষ্ণিক
বিস্তারিত ব্যাখ্যা:
মাধ্যমিক' শব্দটি 'মধ্য' শব্দের সাথে 'ষ্ণিক' (ইক) প্রত্যয় যোগে গঠিত হয়েছে। প্রত্যয়ের নিয়মানুসারে ষ্ণিক প্রত্যয় যুক্ত হলে মূল শব্দের আদি স্বরের বৃদ্ধি ঘটে তাই 'মধ্য'-এর 'ম'-এর সাথে যুক্ত 'অ' পরিবর্তিত হয়ে 'আ' হয়েছে।
Related Questions
ক) ফররুখ আহমদ
খ) ইসমাইলা হোসেন সিরাজী
গ) কায়কোবাদ
ঘ) গোলাম মোস্তফা
Note : উদ্ধৃত ছন্দটি কবি গোলাম মোস্তফার একটি বিখ্যাত কবিতার অংশ যেখানে তিনি আকস্মিক শোক প্রকাশ করেছেন। ফররুখ আহমদ ইসমাইল হোসেন সিরাজী বা কায়কোবাদের লেখনীর ধরনের সাথে এই পঙক্তিটি মেলে না।
ক) অতি দ্রুতগামী বিমান
খ) চালকবিহীন বিমান
গ) যাত্রীবাহী বিমান
ঘ) কোনোটিই নয়
Note : 'ড্রোন' হলো একটি চালকবিহীন আকাশযান (Unmanned Aerial Vehicle - UAV), যা দূর থেকে নিয়ন্ত্রণ করা হয় বা পূর্ব-নির্ধারিত প্রোগ্রাম অনুসারে স্বয়ংক্রিয়ভাবে উড়তে পারে। এটি সামরিক ও বেসামরিক উভয় কাজেই ব্যবহৃত হয়।
ক) ফরিদুল আলম
খ) শহীদুল আলম
গ) মকসুদুল আলম
ঘ) মিজানুর রহমান
Note : বাংলাদেশী বিজ্ঞানী ড. মাকসুদুল আলম ও তাঁর গবেষক দল তোষা পাটের জিনোম সিকোয়েন্স (জীবনরহস্য) উন্মোচন করেন, যা পাট গবেষণায় একটি যুগান্তকারী সাফল্য। এই প্রশ্নটি পূর্বেও ভিন্নভাবে এসেছে।
ক) কর্কটক্রান্তি অঞ্চলে
খ) মকরক্রান্তি অঞ্চলে
গ) মেরু অঞ্চলে
ঘ) বিষুবীয় অঞ্চলে
Note : পৃথিবীর বিষুবীয় অঞ্চলে (Equatorial region) সূর্যরশ্মি প্রায় সারা বছর লম্বভাবে পড়ে। ফলে এই অঞ্চলে দিন ও রাত্রির দৈর্ঘ্যের পার্থক্য খুব কম থাকে এবং প্রায় সারা বছরই দিন-রাত্রি সমান (প্রায় ১২ ঘণ্টা করে) হয়।
ক) এ্যাসকর্বিক এসিড
খ) টারটারিক এসিড
গ) এমাইনো এসিড
ঘ) নাইট্রিক এসিড
Note : আমলকি ভিটামিন সি-এর একটি উৎকৃষ্ট উৎস। ভিটামিন সি-এর রাসায়নিক নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড (Ascorbic Acid)। তাই আমলকিতে অ্যাসকরবিক এসিড থাকে।
ক) মিথেন
খ) ইথেন
গ) হাইড্রোজেন
ঘ) অক্সিজেন
Note : প্রাকৃতিক গ্যাসের প্রধান এবং মূল উপাদান হলো হাইড্রোকার্বন গ্যাস মিথেন (CH₄), যা এর প্রায় ৮০-৯৫ শতাংশ জুড়ে থাকে। একারণে প্রাকৃতিক গ্যাসকে মূলত মিথেন গ্যাস হিসেবেই বিবেচনা করা হয়।
জব সলুশন