খুলনা, বরিশাল জেলা বাংলাদেশের ভূমিকম্পের কোন বলয়ে রয়েছে?
ক) ক্ষতিকর
খ) প্রলয়ঙ্করী
গ) বিপজ্জনক
ঘ) লঘু
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলাদেশকে তিনটি প্রধান ভূমিকম্প বলয়ে ভাগ করা হয়েছে। খুলনা, বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বা 'লঘু' ঝুঁকি অঞ্চলে (Zone-III) অবস্থিত। প্রলয়ঙ্করী বা বিপজ্জনক অঞ্চল হলো উত্তর ও পূর্বাঞ্চল।
Related Questions
ক) কুষ্টিয়া, খুলনা
খ) ঢাকা, কুমিল্লা
গ) রংপুর, বরিশাল
ঘ) খুলনা, সিলেট
Note : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত গঙ্গা-পদ্মা বাহিত পলি দ্বারা গঠিত অঞ্চলটি 'বদ্বীপ সমভূমি' হিসেবে পরিচিত। কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলার অধিকাংশ এলাকা এই অঞ্চলের অন্তর্ভুক্ত।
ক) টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী
খ) প্লাবন সমভূমি
গ) প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
ঘ) একটিও না
Note : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময়, অর্থাৎ টারশিয়ারি যুগে (যা প্রায় ২০ লক্ষ বছরেরও পূর্বে শুরু হয়েছিল) গঠিত হয়। প্লাবন সমভূমি ও সোপানসমূহ এর অনেক পরে গঠিত।
ক) সদরঘাট
খ) কানাইছড়ি
গ) কক্সাবাজার
ঘ) সীতাকুন্ড
Note : ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে বন্যার কবল থেকে শহরকে রক্ষা করার জন্য ১৮৬৪ সালে ঢাকার তৎকালীন কমিশনার সি. টি. বাকল্যান্ড এই বাঁধটি নির্মাণ করেন। এটি ঢাকার সদরঘাট এলাকায় অবস্থিত।
ক) 1990
খ) 1991
গ) 1992
ঘ) 1993
Note : বাংলাদেশে প্রাকৃতিক উৎস থেকে পানিতে আর্সেনিকের উপস্থিতি প্রথম সরকারিভাবে শনাক্ত করা হয় ১৯৯৩ সালে, চাঁপাইনবাবগঞ্জ জেলার বড়ঘরিয়া ইউনিয়নের একটি নলকূপে।
ক) সাইক্লোন
খ) টর্নেডো
গ) ভূমিকম্প
ঘ) বন্যা
Note : মহাসেন' ২০১৩ সালের মে মাসে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড় বা সাইক্লোনের নাম। এই নামটি শ্রীলঙ্কার দেওয়া। এটি বাংলাদেশ ও মিয়ানমার উপকূলে আঘাত হেনেছিল।
ক) নিঝুম দ্বীপ
খ) সেন্টমার্টিন দ্বীপ
গ) দক্ষিণ তালপট্টি দ্বীপ
ঘ) কুতুবদিয়া দ্বীপ
Note : হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত 'দক্ষিণ তালপট্টি' দ্বীপটি ভারতে 'পূর্বাশা' বা 'নিউ মুর' দ্বীপ নামে পরিচিত ছিল। বর্তমানে দ্বীপটি সমুদ্রগর্ভে বিলীন হয়ে গেছে।
জব সলুশন