ঘেটু গান" বাংলাদেশের কোন অঞ্চলের বৈশিষ্ট্য?
ক) হাওড়
খ) বরেন্দ্র
গ) পাহাড়ি
ঘ) উপকূল
বিস্তারিত ব্যাখ্যা:
ঘেটু গান' বা 'ঘাটু গান' হলো বাংলাদেশের হাওড় অঞ্চলের (বিশেষ করে বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ) একটি লৌকিক সঙ্গীত ধারা। এটি মূলত কোনো তরুণ বালককে মেয়ে সাজিয়ে তার নাচ ও গানের আসর।
Related Questions
ক) অরুণকুমার গোস্বামী
খ) শাম্মী আখতার
গ) করুণাময় গোস্বামী
ঘ) মৃদুলকান্তী চক্রবর্তী
Note : 'সঙ্গীত কোষ' বাংলা সঙ্গীতের ওপর একটি আকরগ্রন্থ, যা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। এর রচয়িতা হলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, গবেষক ও লেখক করুণাময় গোস্বামী।
ক) সমভূমি
খ) পাহাড়
গ) সমুদ্র
ঘ) মালভূমি
Note : বাংলাদেশে বিস্তীর্ণ প্লাবন সমভূমি, টারশিয়ারি যুগের পাহাড় (চট্টগ্রাম, সিলেট) এবং দক্ষিণে বঙ্গোপসাগর (সমুদ্র) রয়েছে। কিন্তু বিস্তীর্ণ সমতল থেকে উঁচু খাড়া ঢালযুক্ত টেবিলের মতো ভূমিরূপ, অর্থাৎ 'মালভূমি' (Plateau) বাংলাদেশে নেই।
ক) ৩ টি অঞ্চলে
খ) ৪ টি অঞ্চলে
গ) ৫টি অঞ্চলে
ঘ) ৬ টি অঞ্চলে
Note : ভূ-প্রকৃতির ভিন্নতা অনুসারে বাংলাদেশকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা: ১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, ২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ বা চত্বরভূমি এবং ৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
ক) ক্ষতিকর
খ) প্রলয়ঙ্করী
গ) বিপজ্জনক
ঘ) লঘু
Note : বাংলাদেশকে তিনটি প্রধান ভূমিকম্প বলয়ে ভাগ করা হয়েছে। খুলনা, বরিশালসহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ বা 'লঘু' ঝুঁকি অঞ্চলে (Zone-III) অবস্থিত। প্রলয়ঙ্করী বা বিপজ্জনক অঞ্চল হলো উত্তর ও পূর্বাঞ্চল।
ক) কুষ্টিয়া, খুলনা
খ) ঢাকা, কুমিল্লা
গ) রংপুর, বরিশাল
ঘ) খুলনা, সিলেট
Note : বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত গঙ্গা-পদ্মা বাহিত পলি দ্বারা গঠিত অঞ্চলটি 'বদ্বীপ সমভূমি' হিসেবে পরিচিত। কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলার অধিকাংশ এলাকা এই অঞ্চলের অন্তর্ভুক্ত।
ক) টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী
খ) প্লাবন সমভূমি
গ) প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
ঘ) একটিও না
Note : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময়, অর্থাৎ টারশিয়ারি যুগে (যা প্রায় ২০ লক্ষ বছরেরও পূর্বে শুরু হয়েছিল) গঠিত হয়। প্লাবন সমভূমি ও সোপানসমূহ এর অনেক পরে গঠিত।
জব সলুশন