বাংলা সনের প্রবর্তক?
ক) জাহাঙ্গীর
খ) শেরশাহ
গ) আকবর
ঘ) আওরঙ্গজেব
বিস্তারিত ব্যাখ্যা:
মুঘল সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার জন্য হিজরি সনের সাথে ভারতীয় সৌর সনের সমন্বয় করে ১৫৮৪ খ্রিস্টাব্দে 'তারিখ-ই-ইলাহি' নামে একটি নতুন সন প্রবর্তন করেন, যা পরবর্তীতে 'বঙ্গাব্দ' বা বাংলা সন হিসেবে পরিচিতি লাভ করে।
Related Questions
ক) ওস্তাদ রবিশংকর
খ) ওস্তাদ আয়াত আলী খান
গ) ওস্তাদ গোলাম আলী
ঘ) ওস্তাদ আলাউদ্দিন খান
Note : বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ আফগান বাদ্যযন্ত্র 'রাবাব'-কে সংস্কার, পরিবর্তন ও পরিবর্ধন করে বর্তমান 'সরোদ' বাদ্যযন্ত্রটির রূপ দান করেন, যা আজ বিশ্বজুড়ে সমাদৃত।
ক) মোহাম্মদ মনিরুজ্জামান
খ) নয়ীম গহর
গ) গোবিন্দ হালদার
ঘ) আজাদ রহমান
Note : দেশাত্মবোধক এই কালজয়ী গানটির সুরকার আজাদ রহমান এবং গীতিকার হলেন নয়ীম গহর। গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হতো।
ক) হাওড়
খ) বরেন্দ্র
গ) পাহাড়ি
ঘ) উপকূল
Note : ঘেটু গান' বা 'ঘাটু গান' হলো বাংলাদেশের হাওড় অঞ্চলের (বিশেষ করে বৃহত্তর সিলেট ও ময়মনসিংহ) একটি লৌকিক সঙ্গীত ধারা। এটি মূলত কোনো তরুণ বালককে মেয়ে সাজিয়ে তার নাচ ও গানের আসর।
ক) অরুণকুমার গোস্বামী
খ) শাম্মী আখতার
গ) করুণাময় গোস্বামী
ঘ) মৃদুলকান্তী চক্রবর্তী
Note : 'সঙ্গীত কোষ' বাংলা সঙ্গীতের ওপর একটি আকরগ্রন্থ, যা বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে। এর রচয়িতা হলেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, গবেষক ও লেখক করুণাময় গোস্বামী।
ক) সমভূমি
খ) পাহাড়
গ) সমুদ্র
ঘ) মালভূমি
Note : বাংলাদেশে বিস্তীর্ণ প্লাবন সমভূমি, টারশিয়ারি যুগের পাহাড় (চট্টগ্রাম, সিলেট) এবং দক্ষিণে বঙ্গোপসাগর (সমুদ্র) রয়েছে। কিন্তু বিস্তীর্ণ সমতল থেকে উঁচু খাড়া ঢালযুক্ত টেবিলের মতো ভূমিরূপ, অর্থাৎ 'মালভূমি' (Plateau) বাংলাদেশে নেই।
ক) ৩ টি অঞ্চলে
খ) ৪ টি অঞ্চলে
গ) ৫টি অঞ্চলে
ঘ) ৬ টি অঞ্চলে
Note : ভূ-প্রকৃতির ভিন্নতা অনুসারে বাংলাদেশকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা: ১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, ২. প্লাইস্টোসিনকালের সোপানসমূহ বা চত্বরভূমি এবং ৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
জব সলুশন