কোন প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষাক্রম প্রণয়ন করে ?
ক) পিটিআই (PTI)
খ) নেপ (NAPE)
গ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
ঘ) এনসিটিবি (NCTB)
বিস্তারিত ব্যাখ্যা:
NCTB' (National Curriculum and Textbook Board) বা 'জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড' বাংলাদেশের প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রম প্রণয়ন, উন্নয়ন এবং পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্বে নিয়োজিত একমাত্র সরকারি প্রতিষ্ঠান।
Related Questions
ক) মার্ক স্পিৎজ
খ) মাইকেল ফেল্পস্
গ) ব্রজেন দাস
ঘ) ক্যাপ্টেন হাফিজ
Note : ব্রজেন দাস প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতরে পাড়ি দেন এবং তিনি মোট ছয়বার এটি পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়েন। এই প্রশ্নটি তার এই কৃতিত্বকে নির্দেশ করে।
ক) লসএঞ্জেলস
খ) আটলান্টা
গ) মস্কো
ঘ) মেক্সিকো সিটি
Note : বাংলাদেশ ১৯৮৪ সালে অনুষ্ঠিত লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে প্রথমবারের মতো অংশগ্রহণ করে। বাংলাদেশের একমাত্র প্রতিযোগী ছিলেন দৌড়বিদ সাইদুর রহমান ডন।
ক) আকরাম খান
খ) আমিনুল ইসলাম বুলবুল
গ) নাইমুর রহমান দুর্জয়
ঘ) হাবিবুল বাশার
Note : বাংলাদেশ ১৯৯৯ সালে প্রথমবারের মতো আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে। সেই বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।
ক) তারেক মাসুদ
খ) আবু শাহেদ ইমন
গ) মোরশেদুল ইসলাম
ঘ) মিশুক মুনির
Note : জালালের গল্প' (২০১৪) একটি প্রশংসিত বাংলা চলচ্চিত্র। এর পরিচালক হলেন তরুণ নির্মাতা আবু শাহেদ ইমন। চলচ্চিত্রটি অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল।
ক) শ্যামলী
খ) মিরপুর
গ) আগারগাঁও
ঘ) শাহবাগ
Note : বাংলাদেশ বেতারের সদর দপ্তর ঢাকার আগারগাঁও-এ অবস্থিত। এখান থেকেই বেতারের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হয়।
ক) এটিএন
খ) চ্যানেল আই
গ) এনটিভি
ঘ) একুশে টিভি
Note : যদিও এটিএন বাংলা প্রথম স্যাটেলাইট চ্যানেল, কিন্তু টেরেস্ট্রিয়াল ও স্যাটেলাইট মিলিয়ে প্রথম বেসরকারি টিভি চ্যানেল হলো 'চ্যানেল আই', যা ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে। (তথ্যসূত্র ভিন্নতায় এটিএন বাংলাকে প্রথম বলা হয়, তবে চ্যানেল আই-ও একটি সঠিক উত্তর হিসেবে বিবেচিত)।
জব সলুশন