জালালের গল্প" চলচিত্রের পরিচালক-
ক) তারেক মাসুদ
খ) আবু শাহেদ ইমন
গ) মোরশেদুল ইসলাম
ঘ) মিশুক মুনির
বিস্তারিত ব্যাখ্যা:
জালালের গল্প' (২০১৪) একটি প্রশংসিত বাংলা চলচ্চিত্র। এর পরিচালক হলেন তরুণ নির্মাতা আবু শাহেদ ইমন। চলচ্চিত্রটি অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল।
Related Questions
ক) শ্যামলী
খ) মিরপুর
গ) আগারগাঁও
ঘ) শাহবাগ
Note : বাংলাদেশ বেতারের সদর দপ্তর ঢাকার আগারগাঁও-এ অবস্থিত। এখান থেকেই বেতারের কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হয়।
ক) এটিএন
খ) চ্যানেল আই
গ) এনটিভি
ঘ) একুশে টিভি
Note : যদিও এটিএন বাংলা প্রথম স্যাটেলাইট চ্যানেল, কিন্তু টেরেস্ট্রিয়াল ও স্যাটেলাইট মিলিয়ে প্রথম বেসরকারি টিভি চ্যানেল হলো 'চ্যানেল আই', যা ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করে। (তথ্যসূত্র ভিন্নতায় এটিএন বাংলাকে প্রথম বলা হয়, তবে চ্যানেল আই-ও একটি সঠিক উত্তর হিসেবে বিবেচিত)।
ক) সুবাহর তোরণ
খ) দেশভুজা তোরণ
গ) ঈশ্বরী তোরণ
ঘ) নহবতখানা তোরণ
Note : ঢাকেশ্বরী মন্দিরের প্রবেশপথে অবস্থিত ঐতিহ্যবাহী তোরণটি 'নহবতখানা তোরণ' নামে পরিচিত। প্রাচীনকালে এখান থেকে নির্দিষ্ট সময়ে নহবত বা বাদ্য বাজানো হতো।
ক) ময়নামতি
খ) পাহাড়পুর
গ) মহাস্থান
ঘ) উয়ারী বটেশ্বর
Note : কুমিল্লায় অবস্থিত ময়নামতি প্রত্নস্থল (বিশেষ করে কোটিলা মুড়া, শালবন বিহার) থেকে দেব, চন্দ্র ও বর্ম বংশীয় রাজাদের বহু তাম্রশাসন বা তাম্রলিপি আবিষ্কৃত হয়েছে, যা ঐ অঞ্চলের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল।
ক) হেস্টিংস
খ) ইশা খাঁ
গ) সরোজিনী নাইডু
ঘ) রাণী ভবানী
Note : নাটোরের দিঘাপতিয়া রাজবাড়ি, যা বর্তমানে 'উত্তরা গণভবন' নামে পরিচিত, তার প্রতিষ্ঠাতা ছিলেন রাজা দয়ারাম রায়। পরবর্তীতে এই জমিদারির বিখ্যাত শাসক ছিলেন রাণী ভবানী। তার নাম এই রাজবাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িত।
ক) শাহ সুজা
খ) মীর জুমলা
গ) ইসলাম খান
ঘ) শায়েস্তা খান
Note : লালবাগ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন যুবরাজ মুহাম্মদ আজম শাহ (সম্রাট আওরঙ্গজেবের পুত্র) ১৬৭৮ সালে। পরবর্তীতে বাংলার সুবাদার শায়েস্তা খান এর নির্মাণ কাজ এগিয়ে নেন, কিন্তু তার কন্যার (পরী বিবি) মৃত্যুর পর তিনি এটিকে অপয়া মনে করে নির্মাণ কাজ বন্ধ করে দেন।
জব সলুশন