উপজেলা রিসোর্স সেন্টার গঠনের উদ্দেশ্য কী ?

ক) প্রাথমিক বিদ্যালয় সুপারভিশন
খ) প্রাথমিক শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান
গ) প্রাথমিক শিক্ষকদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেয়া
ঘ) প্রাথমিক শিক্ষকদের সি-ইন-এড প্রশিক্ষণ দেয়া
বিস্তারিত ব্যাখ্যা:
উপজেলা রিসোর্স সেন্টার (URC) প্রতিষ্ঠা করা হয়েছে মূলত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চাকরিকালীন প্রশিক্ষণের (বিশেষ করে বিষয়ভিত্তিক) ব্যবস্থা করে তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে।

Related Questions

ক) নেপ (NAPE)
খ) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER)
গ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
ঘ) এনসিটিবি (NCTB)
Note : NAPE' (National Academy for Primary Education) বা 'জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি' হলো প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, প্রশিক্ষণ মডিউল তৈরি, গবেষণা পরিচালনা এবং নীতি নির্ধারণে সরকারকে সহায়তাকারী শীর্ষ প্রতিষ্ঠান।
ক) গ্রিক
খ) ইংলিশ
গ) ফরাসি
ঘ) লাতিন
Note : 'Education' শব্দটি ল্যাটিন শব্দ 'Educatio' থেকে এসেছে, যার মূল হলো 'Educare' (লালন করা বা প্রতিপালন করা) এবং 'Educere' (ভেতর থেকে বের করে আনা)।
ক) পিটিআই (PTI)
খ) নেপ (NAPE)
গ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
ঘ) এনসিটিবি (NCTB)
Note : NCTB' (National Curriculum and Textbook Board) বা 'জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড' বাংলাদেশের প্রাক-প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাক্রম প্রণয়ন, উন্নয়ন এবং পাঠ্যপুস্তক মুদ্রণের দায়িত্বে নিয়োজিত একমাত্র সরকারি প্রতিষ্ঠান।
ক) মার্ক স্পিৎজ
খ) মাইকেল ফেল্‌পস্‌
গ) ব্রজেন দাস
ঘ) ক্যাপ্টেন হাফিজ
Note : ব্রজেন দাস প্রথম এশীয় হিসেবে ইংলিশ চ্যানেল সাঁতরে পাড়ি দেন এবং তিনি মোট ছয়বার এটি পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়েন। এই প্রশ্নটি তার এই কৃতিত্বকে নির্দেশ করে।
ক) লসএঞ্জেলস
খ) আটলান্টা
গ) মস্কো
ঘ) মেক্সিকো সিটি
Note : বাংলাদেশ ১৯৮৪ সালে অনুষ্ঠিত লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে প্রথমবারের মতো অংশগ্রহণ করে। বাংলাদেশের একমাত্র প্রতিযোগী ছিলেন দৌড়বিদ সাইদুর রহমান ডন।
ক) আকরাম খান
খ) আমিনুল ইসলাম বুলবুল
গ) নাইমুর রহমান দুর্জয়
ঘ) হাবিবুল বাশার
Note : বাংলাদেশ ১৯৯৯ সালে প্রথমবারের মতো আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে। সেই বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

জব সলুশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন