বাংলাদেশে মহিলা পুলিশ চালু হয় যে সালে-

ক) 1974
খ) 1975
গ) 1976
ঘ) 1977
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলাদেশে ১৯৭৪ সালে সর্বপ্রথম ১৪ জন মহিলা পুলিশ সদস্য নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে ৭ জন ছিলেন উপ-পরিদর্শক (এসআই) এবং ৭ জন কনস্টেবল।

Related Questions

ক) ৬-১৮ বছর
খ) ৭-১৬ বছর
গ) ৯-১৫ বছর
ঘ) ৮-১২ বছর
Note :

কিশোর অপরাধী হলো সেই সকল কিশোর কিশোরী যারা সামাজিকীকরণ প্রক্রিয়ায় সামাজিক রীতিনীতি ও প্রথা অনুকরণ করতে না শিখে সমাজ বিরোধী চিন্তা ও কাজে অংশ নেয়। বয়সের দিক থেকে সাধারণ ৭ থেকে ১৬ বছর বয়সী কিশোর কিশোরী দ্বারা সংঘটিত অপরাধই কিশোর অপরাধ। তবে বিভিন্ন দেশে বয়সের তারতম্য রয়েছে। কোনো কোনো দেশে ১৩ থেকে ২২ বছর আবার কোনো দেশে ১৬ থেকে ২১ বছর বয়সী কেউ অপরাধ করলে কিশোর অপরাধী হিসেবে বিবেচিত হয়। জাপানে ১৪ বছরের, ফিলিপাইনে ৯ বছরের এবং ভারত, শ্রীলংকা ও মিয়ানমারে ৭ বছরের কম বয়সী শিশুদের অপরাধ শাস্তিযোগ্য নয়। বাংলাদেশে ১৮ বছরের কেউ অপরাধ করলে কিশোর অপরাধী হিসেবে বিবেচিত হবে।

ক) চাকমা
খ) মারমা
গ) গারো
ঘ) সাঁওতাল
Note : ঝুমুর' গান ও নাচ মূলত সাঁওতাল, ওঁরাও, মুন্ডা প্রভৃতি জাতিগোষ্ঠীর একটি জনপ্রিয় অনুষঙ্গ। এটি তাদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় পার্বণে পরিবেশিত হয়।
ক) সল্ট
খ) খন্দক
গ) চারণ
ঘ) চা
Note : জুম চাষ পাহাড়ের ঢালে গাছপালা পুড়িয়ে করা হয় যা পরিবেশের জন্য ক্ষতিকর। এর বিকল্প হিসেবে 'সল্ট' (SALT - Sloping Agricultural Land Technology) বা 'ঢালু কৃষিভূমি প্রযুক্তি' পদ্ধতি ব্যবহার করা হয়, যেখানে পরিবেশবান্ধব উপায়ে ধাপ তৈরি করে চাষাবাদ করা হয়।
ক) গুরু
খ) শেখ
গ) মাজি
ঘ) কোনটিই না
Note : সাঁওতাল সমাজের ঐতিহ্যবাহী শাসন কাঠামোতে গ্রাম হলো সর্বনিম্ন স্তর। প্রতিটি সাঁওতাল গ্রামের প্রশাসনিক ও সামাজিক প্রধানকে 'মাঝি' বা 'মাজি' বলা হয়।
ক) সাঁওতাল
খ) মুরং
গ) গারো
ঘ) মাওরি
Note : সাঁওতাল, মুরং ও গারো বাংলাদেশে বসবাসকারী অন্যতম প্রধান উপজাতি। কিন্তু 'মাওরি' হলো নিউজিল্যান্ডের আদিবাসী জনগোষ্ঠী, যাদের বাংলাদেশে বসবাস নেই।
ক) কান্দি
খ) নান্দি
গ) মান্দি
ঘ) তান্দি
Note : গারো' নামটি অন্যদের দেওয়া; এই জাতিগোষ্ঠীর মানুষেরা নিজেদেরকে 'মান্দি' নামে পরিচয় দিতে পছন্দ করে। 'মান্দি' শব্দের অর্থ 'মানুষ'।

জব সলুশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন