কম্পিউটারের মস্তিষ্ক কোনটিকে বলা হয়?
ক) মাদার বোর্ড
খ) প্রসেসর
গ) এজিপি
ঘ) র্যাম
বিস্তারিত ব্যাখ্যা:
প্রসেসর বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। কারণ এটি কম্পিউটারের সকল ডেটা প্রক্রিয়াকরণ, গণনা এবং যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের কাজ নিয়ন্ত্রণ ও সম্পাদন করে।
Related Questions
ক) ২০ মে
খ) ২১ জুন
গ) ২১ জুলাই
ঘ) ১৯ জুন
Note : উত্তর গোলার্ধে ২১শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে এই দিনে উত্তর গোলার্ধের দেশগুলোতে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত।
ক) শাহ ওলি উল্লাহ
খ) পীর মুহসিন উদ্দীন
গ) হাজী শরীয়তুউল্লাহ
ঘ) ফকির মজনু শাহ
Note : হাজী শরীয়তুল্লাহ ছিলেন ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বাংলার মুসলিম সমাজে ইসলামি অনুশাসন প্রতিষ্ঠা এবং ব্রিটিশ শাসন ও জমিদারদের শোষণ থেকে কৃষকদের রক্ষা করা।
ক) পটাশিয়াম
খ) বোরিয়াম
গ) আয়রন
ঘ) কার্বন
Note : যে সকল মৌল প্রকৃতিতে একাধিক ভিন্ন ভৌত রূপে অবস্থান করে, তাদের বহুরূপী মৌল বলে। কার্বন হলো সবচেয়ে পরিচিত বহুরূপী মৌল, যার রূপভেদগুলো হলো হীরা, গ্রাফাইট, ফুলারিন ইত্যাদি।
ক) 1905
খ) 1886
গ) 1901
ঘ) 1902
Note : বিজ্ঞানী আলফ্রেড নোবেলের উইল অনুসারে, মানবকল্যাণে অবদানের জন্য ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়।
ক) পানাম নগর
খ) পুণ্ড্রনগর
গ) পাওয়া
ঘ) ভাসু বিহার
Note : মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রত্নস্থল এবং এটিই ছিল প্রাচীন 'পুণ্ড্র' রাজ্যের রাজধানী 'পুণ্ড্রনগর'। মৌর্য আমলে এটি একটি গুরুত্বপূর্ণ প্রাদেশিক কেন্দ্র ছিল।
ক) 16
খ) 14
গ) 20
ঘ) 70
Note :
প্রশ্নটির অপশন ভুল দেওয়া ছিল , ঠিক করে দেওয়া হয়েছে।
দেওয়া আছে,
2(x³ + y³)
= 2{(x+y)³-3xy(x+y)}
= 2{5³-(3×6×5)}
= 2(125-90)
= 2 × 35
= 70
জব সলুশন