পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
ক) কুমার
খ) ভৈরব
গ) মহানন্দা
ঘ) বরাল
বিস্তারিত ব্যাখ্যা:
পুনর্ভবা, নাগর এবং টাঙ্গন নদীগুলো মহানন্দা নদীর উপনদী, যা পরবর্তীতে গঙ্গা (পদ্মা) নদীতে মিলিত হয়।
Related Questions
ক) Local Area Network
খ) Local Anti Network
গ) Local Access Network
ঘ) Location Area Network
Note : প্রশ্নটি কম্পিউটার নেটওয়ার্কিং-এর পরিভাষা বিষয়ক। LAN এর পূর্ণরূপ হলো Local Area Network। এটি একটি সীমিত ভৌগোলিক এলাকার (যেমন: একটি বাড়ি, স্কুল বা অফিস ভবন) মধ্যে কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসগুলোকে সংযুক্ত করে।
ক) ম্যানিলা
খ) ব্যাংকক
গ) হংকং
ঘ) সিঙ্গাপুর
Note : এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank - ADB) একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক, যার সদর দপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত।
ক) মাদার বোর্ড
খ) প্রসেসর
গ) এজিপি
ঘ) র্যাম
Note : প্রসেসর বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (CPU)-কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। কারণ এটি কম্পিউটারের সকল ডেটা প্রক্রিয়াকরণ, গণনা এবং যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের কাজ নিয়ন্ত্রণ ও সম্পাদন করে।
ক) ২০ মে
খ) ২১ জুন
গ) ২১ জুলাই
ঘ) ১৯ জুন
Note : উত্তর গোলার্ধে ২১শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে এই দিনে উত্তর গোলার্ধের দেশগুলোতে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট হয়। বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত।
ক) শাহ ওলি উল্লাহ
খ) পীর মুহসিন উদ্দীন
গ) হাজী শরীয়তুউল্লাহ
ঘ) ফকির মজনু শাহ
Note : হাজী শরীয়তুল্লাহ ছিলেন ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল বাংলার মুসলিম সমাজে ইসলামি অনুশাসন প্রতিষ্ঠা এবং ব্রিটিশ শাসন ও জমিদারদের শোষণ থেকে কৃষকদের রক্ষা করা।
ক) পটাশিয়াম
খ) বোরিয়াম
গ) আয়রন
ঘ) কার্বন
Note : যে সকল মৌল প্রকৃতিতে একাধিক ভিন্ন ভৌত রূপে অবস্থান করে, তাদের বহুরূপী মৌল বলে। কার্বন হলো সবচেয়ে পরিচিত বহুরূপী মৌল, যার রূপভেদগুলো হলো হীরা, গ্রাফাইট, ফুলারিন ইত্যাদি।
জব সলুশন