ঘ” এর উচ্চারণ স্থান কোনটি?
ক) তালু
খ) মূর্ধা
গ) দন্ত
ঘ) জিহ্বামূল
বিস্তারিত ব্যাখ্যা:
ঘ' ধ্বনিটি ক-বর্গের (ক, খ, গ, ঘ, ঙ) অন্তর্ভুক্ত। এই বর্গের বর্ণগুলো জিহ্বার গোড়া বা জিহ্বামূল থেকে উচ্চারিত হয় বলে এদের জিহ্বামূলীয় বা কণ্ঠ্য বর্ণ বলা হয়। তাই 'ঘ' এর উচ্চারণ স্থান জিহ্বামূল।
Related Questions
ক) ধ্বনিতত্ত্বে
খ) অর্থতত্ত্বে
গ) বাক্যতত্ত্বে
ঘ) রূপতত্ত্বে
Note :
রূপতত্ত্ব: এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ / morpheme । রূপ গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব / Morphology বলা হয়। শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত হয় শব্দ ও পদের গঠন, ক্রিয়ার কাল, সংখ্যা, বচন, নির্দেশক, উপসর্গ, বিভক্তি, প্রকৃতি ও প্রত্যয়, ধাতু, প্রত্যয়, অনুসর্গ, চিহ্ন/লিঙ্গ, পক্ষ/পুরুষ, কারক, সমাস, দ্বিরুক্তি ইত্যাদি।
ক) উড্রো উইলসন
খ) আব্রাহাম লিংকন
গ) জর্জ ওয়াশিংটন
ঘ) ট্রুমান
Note : আমেরিকার গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন গেটিসবার্গ যুদ্ধের পর ১৮৬৩ সালে বিখ্যাত 'গেটিসবার্গ অ্যাড্রেস' (Gettysburg Address) প্রদান করেন। এই ভাষণের জন্য গেটিসবার্গ শহরটি তার নামের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
ক) সফটওয়্যার
খ) র্যাম
গ) রোম
ঘ) হার্ডওয়্যার
Note : কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি হলো রম (ROM - Read-Only Memory)। এখানে থাকা ডেটা কম্পিউটার বন্ধ করলেও মুছে যায় না এবং এটি মূলত সিস্টেম চালু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা ধারণ করে। র্যাম (RAM) হলো অস্থায়ী স্মৃতি।
ক) অ্যাসকরবিক এসিড
খ) সাইট্রিক এসিড
গ) ফরমিক এসিড
ঘ) নাইট্রিক এসিড
Note : ভিটামিন সি-এর রাসায়নিক নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড (Ascorbic Acid)। এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বক ও কোষের সুরক্ষায় অপরিহার্য।
ক) স্টেথোসকোপ
খ) কার্ডিওগ্রাফ
গ) ইকোকার্ডিওগ্রাফ
ঘ) স্ফিগমোম্যানোমিটার
Note : মানবদেহের রক্তচাপ পরিমাপ করার জন্য যে যন্ত্রটি ব্যবহৃত হয়, তার নাম স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer)। স্টেথোস্কোপ হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ শুনতে ব্যবহৃত হয়।
ক) বীর উত্তম
খ) বীর প্রতীক
গ) বীর বিক্রম
ঘ) বীরশ্রেষ্ঠ
Note : বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য চারটি উপাধি দেওয়া হয়। মর্যাদার ক্রমানুসারে এগুলো হলো: বীরশ্রেষ্ঠ (সর্বোচ্চ), বীর উত্তম (দ্বিতীয়), বীর বিক্রম (তৃতীয়) এবং বীর প্রতীক (চতুর্থ)।
জব সলুশন