চারণ কবি’ কে ?
ক) জসীমউদ্দিন
খ) মুকুন্দদাস
গ) মোজাম্মেল হক
ঘ) প্রমথ চৌধুরী
বিস্তারিত ব্যাখ্যা:
মুকুন্দদাস ব্রিটিশবিরোধী স্বদেশী আন্দোলনের সময় গ্রামে-গঞ্জে ঘুরে গান গেয়ে এবং যাত্রাপালা করে গণজাগরণ সৃষ্টি করতেন। জনগণের কাছে সরাসরি বার্তা পৌঁছে দেওয়ার এই রীতির জন্য তাকে 'চারণ কবি' বলা হয়। 'চারণ' শব্দের অর্থ স্তুতি পাঠক বা গায়ক, যারা ঘুরে ঘুরে গান করেন।
Related Questions
ক) দ্বারকানাথ ঠাকুর
খ) ব্রিটিশ সরকার
গ) ব্রাহ্ম সমাজ
ঘ) ব্রাহ্মণ সমাজ
Note : দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ব্রাহ্মসমাজের প্রধান আচার্য। তার গভীর আধ্যাত্মিক জ্ঞান, সাধনা এবং ব্রাহ্মধর্মের উন্নতিতে অসামান্য অবদানের জন্য 'ব্রাহ্ম সমাজ'-এর অনুসারীরাই তাকে শ্রদ্ধাভরে 'মহর্ষি' (মহান ঋষি) উপাধিতে ভূষিত করেন।
ক) ঈশ্বরচন্দ্র গুপ্ত
খ) ঈশ্বর পাটনী
গ) চণ্ডীদাস
ঘ) গোবিন্দচন্দ্র দাস
Note : গোবিন্দচন্দ্র দাসের কবিতায় গ্রাম বাংলার প্রকৃতি ও জীবনের সহজ, স্বাভাবিক ও অকৃত্রিম চিত্র ফুটে উঠেছে। কোনো কৃত্রিমতা বা পাণ্ডিত্যের ভার ছাড়াই তিনি সহজ ভাষায় কাব্য রচনা করতেন বলে তাকে 'স্বভাব কবি' বলা হয়।
ক) ১৮৯৬ সালে
খ) ১৯১২ সালে
গ) ১৯১৫ সালে
ঘ) ১৯১৯ সালে
ক) সাহিত্যসম্রাট
খ) সাহিত্য বিশারদ
গ) সাহিত্যরত্ম
ঘ) তর্করত্ম
Note : নজিবর রহমান ছিলেন একজন মুসলিম ঔপন্যাসিক। তার বিখ্যাত উপন্যাস 'আনোয়ারা' মুসলিম সমাজে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। বাংলা সাহিত্যে তার অবদানের জন্য তাকে 'সাহিত্যরত্ন' উপাধি দেওয়া হয়।
ক) বাংলা একাডেমী
খ) বঙ্গীয় সাহিত্য পরিষদ
গ) মুসলিম সাহিত্য সংঘ
ঘ) যশোর সাহিত্য সংঘ
Note : কবি গোলাম মোস্তফার জন্মস্থান যশোর। তার কাব্যচর্চা ও বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ তার নিজ অঞ্চলের 'যশোর সাহিত্য সংঘ' তাকে 'কাব্য সুধাকর' উপাধিতে ভূষিত করে।
ক) কবি বেগম সুফিয়া কামাল
খ) প্রফেসর ড. নীলিমা ইব্রাহিম
গ) শহীদ জননী জাহানারা ইমাম
ঘ) সাহিত্যিক ও সমাজকর্মী বেগম রোকেয়া
Note : কবি সুফিয়া কামাল সারাজীবন ধরে সাম্প্রদায়িকতা ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তার লেখায় ও কাজে অন্যায়ের বিরুদ্ধে সাহসের যে পরিচয় পাওয়া যায়, সেজন্য বাংলাদেশের মানুষ তাকে ভালোবেসে 'জননী সাহসিকা' উপাধিতে ভূষিত করেছে।
জব সলুশন