নিম্নের কোনটি গ্রিন হাউজ গ্যাস নয়?

ক) নাইট্রাস অক্সাইড
খ) কার্বন-ডাই-অক্সাইড
গ) অক্সিজেন
ঘ) মিথেন
বিস্তারিত ব্যাখ্যা:
গ্রিনহাউস গ্যাসগুলো হলো পৃথিবীর বায়ুমণ্ডলের এমন কিছু গ্যাস যা তাপীয় অবলোহিত সীমার বিকিরণ শোষণ ও নির্গত করে। প্রধান গ্রিনহাউস গ্যাসগুলো হলো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প ও ওজোন। অক্সিজেন গ্রিনহাউস গ্যাস নয়।

Related Questions

ক) ৭ জুলাই
খ) ৯ মার্চ
গ) ৫ জুন
ঘ) ২১ মে
Note : প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে এই দিনটি গৃহীত হয়।
ক) ৯০° অপেক্ষা বৃহত্তর
খ) ১৮০° অপেক্ষা বৃহত্তর
গ) ৯০° অপেক্ষা ক্ষুদ্রতর
ঘ) ১৮০° অপেক্ষা ক্ষুদ্রতর
Note : ত্রিভুজের যেকোনো বাহুকে উভয়দিকে বর্ধিত করলে যে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° অপেক্ষা বৃহত্তর হয়। কারণ, প্রতিটি বহিঃস্থ কোণ তার বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
ক) ৩৩
খ) ৩০
গ) ৩২
ঘ) ৪৮
Note :

৩ - ২ = ১

৫ - ৩ = ২ = ১ ×২

৯ - ৫ = ৪ = ২×২

১৭ - ৯ = ৮ = ৪×২

পরবর্তী সংখ্যা = ১৭ + ৮ ×২ = ৩৩

ক) 2
খ) 4
গ) 15
ঘ) 12
Note : প্রথম ধারা: ৩, ৯, ২৭, ৮১, ২৪৩ (প্রতিটি পদকে ৩ দিয়ে গুণ করা হয়েছে)। দ্বিতীয় ধারা: ১০, ৮, ৬, ৪, ? (প্রতিটি পদ থেকে ২ বিয়োগ করা হয়েছে)। সুতরাং, প্রশ্নবোধক স্থানে বসবে ৪ - ২ = ২।
ক) 7.0891
খ) 7.8901
গ) 7.0089
ঘ) 7.7009
Note : প্রথমে বিয়োগগুলো যোগ করি: ০.১ + ০.০১ = ০.১১। এবার মূল সংখ্যা থেকে বিয়োগ করি: ৮.০০০১ - ০.১১০0 = ৭.৮৯০১।
ক) 7
খ) 15
গ) 10
ঘ) 12
Note : ৬টি সংখ্যার গড় ৮.৫ হলে, মোট সমষ্টি = ৬ × ৮.৫ = ৫১। একটি সংখ্যা বাদ দিলে সংখ্যা হয় ৫টি এবং গড় হয় ৭.২। তখন মোট সমষ্টি = ৫ × ৭.২ = ৩৬। সুতরাং, বাদ দেওয়া সংখ্যাটি হলো = ৫১ - ৩৬ = ১৫।

জব সলুশন

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

সিভিল সার্জনের কার্যালয়, কক্সবাজার - পরিসংখ্যানবিদ (26-12-2025)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন