Which is the imperative sentence?
ক) We should go out
খ) He plays football
গ) May you be happy
ঘ) Close the door
বিস্তারিত ব্যাখ্যা:
Imperative sentence দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ ইত্যাদি বোঝায়। 'Close the door' (দরজাটি বন্ধ কর) একটি আদেশ, তাই এটি Imperative sentence। অন্যগুলো যথাক্রমে Assertive, Optative এবং Assertive sentence।
Related Questions
ক) tooth
খ) teeth
গ) the tooth
ঘ) None
Note : 'Tooth' (দাঁত) একটি singular noun। এর plural form হলো 'teeth'। যেহেতু 'all her' (তার সবগুলো) plural বা বহুবচন নির্দেশ করছে, তাই এখানে 'teeth' শব্দটি ব্যবহার করা সঠিক।
ক) উট
খ) পাখী
গ) বাঘ
ঘ) মাছ
Note : 'খেচর' একটি বহুপদী শব্দ, যার ব্যাসবাক্য হলো 'খে (আকাশে) চরে যে'। অর্থাৎ, যে আকাশে বিচরণ করে। পাখি আকাশে বিচরণ করে বলে পাখিকে খেচর বলা হয়।
ক) ভারী বৃষ্টি
খ) খুব বৃষ্টি
গ) অল্প বৃষ্টি
ঘ) অনাবৃষ্টি
Note : 'অতিবৃষ্টি' অর্থ প্রয়োজনের চেয়ে বেশি বৃষ্টি। এর সঠিক বিপরীত শব্দ হলো 'অনাবৃষ্টি', যার অর্থ বৃষ্টির অভাব বা খরা। 'অল্প বৃষ্টি' এর বিপরীত হতে পারে 'প্রবল বৃষ্টি'।
ক) অবনী
খ) জননী
গ) নীর
ঘ) জীবন
Note : 'অবনী' শব্দের অর্থ পৃথিবী বা ধরা। এটি পৃথিবীর একটি সঠিক প্রতিশব্দ। 'জননী' অর্থ মা, 'নীর' অর্থ জল বা পানি এবং 'জীবন' অর্থ প্রাণ।
ক) একরোখা
খ) এক কথার মানুষ
গ) উড়ণচণ্ডী
ঘ) কংস মামা
Note : 'এক কথার মানুষ' বাগধারাটির অর্থ হলো যিনি নিজের সংকল্প বা প্রতিজ্ঞায় অটল থাকেন, অর্থাৎ দৃঢ় সংকল্প ব্যক্তি। 'একরোখা' অর্থ একগুঁয়ে, 'উড়ণচণ্ডী' অর্থ অমিতব্যয়ী এবং 'কংস মামা' অর্থ নির্মম আত্মীয়।
ক) করণ
খ) কর্ম
গ) অপাদান
ঘ) অধিকরণ
Note : যা থেকে কোনো কিছু গৃহীত, জাত, রক্ষিত, বিচ্যুত বা দূরীকৃত হওয়া বোঝায়, তাকে অপাদান কারক বলে। এখানে 'জমি থেকে' ফসল উৎপন্ন বা জাত হচ্ছে, তাই এটি অপাদান কারক। 'থেকে' বা 'হতে' অনুসর্গ সাধারণত এই কারকে ব্যবহৃত হয়।
জব সলুশন