অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে শপথ গ্রহণ করেন ?
ক) ৯ আগস্ট
খ) ৬ আগস্ট
গ) ৭ আগস্ট
ঘ) ৮ আগস্ট
বিস্তারিত ব্যাখ্যা:
২০২৪ সালের ছাত্র-জনতার গণ-আন্দোলনের মুখে ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ৮ আগস্ট, ২০২৪ তারিখে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে।
Related Questions
ক) ৯০ দিন
খ) ১০০ দিন
গ) ১২০ দিন
ঘ) ১১৫ দিন
Note : বাংলাদেশের সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পূর্বে এর মেয়াদ ৯০ দিন ছিল। যদিও বর্তমানে এর সাংবিধানিক ভিত্তি নেই, তবে প্রচলিত ধারণা অনুযায়ী মেয়াদ ৯০ দিন ধরা হয়।
ক) রবার্ট জি জোয়েলিক
খ) জিম ইয়ং কিম
গ) ক্রিশ্চিন লাগার্ড
ঘ) ডেভিড ম্যালপাস
Note : ডেভিড ম্যালপাস ২০১৯ সালের এপ্রিল মাসে বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে উল্লেখ্য যে, জুন ২০২৩ থেকে অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রশ্নের অপশন অনুযায়ী ডেভিড ম্যালপাস সঠিক।
ক) ২৮ সেপ্টেম্বর, ২০২৪
খ) ২৭ সেপ্টেম্বর, ২০২৪
গ) ২৮ অক্টোবর, ২০২৪
ঘ) ২৭ অক্টোবর, ২০২৪
Note : বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অনুযায়ী, লেবাননের ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব হাসান নাসরুল্লাহ ২৭ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। সঠিক তারিখটি হলো ২৭ সেপ্টেম্বর, ২০২৪।
ক) 3 সে.মি.
খ) 4 সে.মি.
গ) 5 সে.মি.
ঘ) 6 সে.মি.
Note : বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যা-এর উপর অঙ্কিত লম্ব সেই জ্যা-কে সমদ্বিখণ্ডিত করে। এখানে OD, AB জ্যা-এর উপর লম্ব হওয়ায় D বিন্দুটি AB-এর মধ্যবিন্দু। সুতরাং, AB = 2 × AD = 2 × 3 = 6 সে.মি.।
ক) 5
খ) 6
গ) 7
ঘ) 8
Note : প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ (৫×৭)। দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল ৬৩ (৭×৯)। উভয় গুণফলের সাধারণ গুণনীয়ক হলো ৭। সুতরাং, দ্বিতীয় সংখ্যাটি হলো ৭।
ক) 10
খ) 15
গ) 20
ঘ) 25
Note : ৮০ এর ৭৫% = ৮০ × (৭৫/১০০) = ৬০। এখন, ৬০ এর ২৫% = ৬০ × (২৫/১০০) = ১৫। সুতরাং উত্তর ১৫।
জব সলুশন