বাংলাদেশের প্রধানমন্ত্রী হবার ন্যূনতম বয়স কত?
ক) ২৫ বছর
খ) ৩০ বছর
গ) ৩৫ বছর
ঘ) ২৮ বছর
বিস্তারিত ব্যাখ্যা:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৬(১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম বয়স ২৫ বছর। যেহেতু প্রধানমন্ত্রীকে অবশ্যই সংসদ সদস্য হতে হয়, তাই প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়সও ২৫ বছর।
Related Questions
ক) ৩ ঘন সে.মি.
খ) ২ ঘন মিটার
গ) ৩ ঘন মিটার
ঘ) ৪ ঘন মিটার
Note : আয়তন নির্ণয়ের জন্য সব একককে একই করতে হবে। প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. = ১.৫ মিটার। বাক্সটির আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা = ২ মি × ১.৫ মি × ১ মি = ৩ ঘনমিটার।
ক) a²=bc
খ) b²=ac
গ) ab=bc
ঘ) a=b=c
Note : তিনটি রাশি (a, b, c) ক্রমিক সমানুপাতিক হওয়ার শর্ত হলো, প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত (a/b) এবং দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত (b/c) সমান হবে। অর্থাৎ, a/b = b/c। আরগুণন করলে পাওয়া যায়, b² = ac।
ক) 11.5
খ) 14.6
গ) 16
ঘ) 18.6
Note : মধ্যক নির্ণয়ের জন্য প্রথমে সংখ্যাগুলোকে মানের ক্রমানুসারে সাজাতে হয়: ১০, ১২, ১৪, ১৮, ১৯, ২৫। এখানে পদ সংখ্যা (n) হলো ৬, যা একটি জোড় সংখ্যা। মধ্যক হবে মাঝের দুটি পদের গড়: (৩য় পদ + ৪র্থ পদ) / ২ = (১৪ + ১৮) / ২ = ৩২ / ২ = ১৬।
ক) 0.025
খ) 0.25
গ) 25
ঘ) 2.5
Note :
দেয়া আছে,
ভাজক = ০.৫
প্রশ্নমতে, ভাগফল = ০.৫/১০ =০.০৫
আমরা জানি, ভাজ্য = ভাজক×ভাগফল = ০.৫×০.০৫ = ০.০২৫
ক) বিপ্রতীপ কোণ
খ) সন্নিহিত কোণ
গ) পূরক কোণ
ঘ) সম্পূরক কোণ
Note : দুই সমকোণ সমান ২ × ৯০° = ১৮০°। দুটি কোণের যোগফল ১৮০° হলে, তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
জব সলুশন