সংবিধানের ১৫ অনুচ্ছেদের বিষয়বস্তু?

ক) জনস্বাস্থ্য ও নৈতিকতা
খ) সুযোগের সমতা
গ) মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
ঘ) জাতীয় সংস্কৃতি
বিস্তারিত ব্যাখ্যা:
বাংলাদেশ সংবিধানের ১৫ নং অনুচ্ছেদ রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশের অন্তর্গত। এই অনুচ্ছেদে নাগরিকদের জন্য অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তাই এর বিষয়বস্তু 'মৌলিক প্রয়োজনের ব্যবস্থা'।

Related Questions

ক) ২১ জানুয়ারি ১৯৯১
খ) ২২ ফেব্রুয়ারি ১৯৯২
গ) ২৭ মার্চ ১৯৯৬
ঘ) ২৮ এপ্রিল ১৯৯৭
Note : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বিলটি জাতীয় সংসদে ১৯৯৬ সালের ২৭ মার্চ পাস হয়। এর মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনার জন্য একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল (যা পরবর্তীতে বাতিল করা হয়)।
ক) নয়ারহাট
খ) বেতবুনিয়া
গ) কালিয়াকৈর
ঘ) কোনটিই না
Note : বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্রটি রাঙ্গামাটি জেলার বেতবুনিয়ায় অবস্থিত। এটি ১৯৭৫ সালের ১৪ জুন উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ব্যবস্থায় প্রবেশ করে।
ক) পরিবার
খ) ধর্ম
গ) সেবাপ্রদানকারী সংস্থা
ঘ) বিদ্যালয়
Note : প্রশ্নের প্রেক্ষাপটে, 'সামাজিক সংস্থা' (Social Organization) বলতে সাধারণত সেইসব প্রতিষ্ঠানকে বোঝানো হয় যা সমাজের কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বা বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে স্বেচ্ছাসেবী বা পেশাগত সেবা প্রদান করে। পরিবার, ধর্ম বা বিদ্যালয় সামাজিক প্রতিষ্ঠান হলেও 'সংস্থা' বলতে এখানে সেবামূলক প্রতিষ্ঠানকে নির্দিষ্ট করা হয়েছে।
ক) গাজীপুর
খ) টাঙ্গাইল
গ) ময়মনসিংহ
ঘ) কুমিল্লা
Note : লালমাই পাহাড় বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত। এটি এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিক স্থান। ময়নামতী遺跡 এই পাহাড়ের অংশ।
ক) রাঙ্গামাটি
খ) খাগড়াছড়ি
গ) বান্দরবান
ঘ) সন্দ্বীপ
Note : হালদা ভ্যালি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত। এটি মূলত চা উৎপাদনের জন্য বিখ্যাত। হালদা নদী এবং এর উপত্যকা অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত।
ক) ৩ বছরে
খ) ৪ বছরে
গ) ৫ বছরে
ঘ) ৬ বছরে
Note : আসল (P) = ৪৫০ টাকা। সুদ-আসল (A) = ৫৫৮ টাকা। মোট সুদ (I) = A - P = ৫৫৮ - ৪৫০ = ১০৮ টাকা। সুদের হার (r) = ৬% = ০.০৬। আমরা জানি, I = Prt। অতএব, সময় (t) = I / (Pr) = ১০৮ / (৪৫০ × ০.০৬) = ১০৮ / ২৭ = ৪ বছর।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন