কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?

ক) ন্যাটো (NATO)
খ) সিটিবিটি(CTBT)
গ) এনপিটি (NPT)
ঘ) সল্ট(SALT)
বিস্তারিত ব্যাখ্যা:
সিটিবিটি (CTBT - Comprehensive Nuclear-Test-Ban Treaty) বা 'সর্বাত্মক পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি'-এর মূল উদ্দেশ্য হলো সামরিক বা বেসামরিক যেকোনো উদ্দেশ্যে সকল ধরনের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা। এটি ১৯৯৬ সালে গৃহীত হয়।

Related Questions

ক) ১৯৪৭ সালের ২৩ জুন
খ) ১৯১৫ সালের ১৫ মার্চ
গ) ১৯১৪ সালের ২৮ জুলাই
ঘ) ১৯১৮ সালের ১১ নভেম্বর
Note : প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালের ২৮ জুলাই, যখন অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এটি ১৯১৮ সালের ১১ নভেম্বর শেষ হয়।
ক) সেন্ট লুসিয়া
খ) পশ্চিম সামোয়া
গ) লিথুয়ানিয়া
ঘ) নিকারাগুয়া
Note : পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ওয়েস্ট ইন্ডিজ হলো ক্যারিবিয়ান সাগরের দ্বীপগুলোর সমষ্টি। সেন্ট লুসিয়া এই অঞ্চলের একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। পশ্চিম সামোয়া ওশেনিয়ায়, লিথুয়ানিয়া ইউরোপে এবং নিকারাগুয়া মধ্য আমেরিকায় অবস্থিত।
ক) কার্লমার্কস
খ) হিটলার
গ) এডাম স্মিথ
ঘ) রুশো
Note : 'জনসাধারণই সার্বভৌম ক্ষমতার উৎস' (Popular Sovereignty) - এই ধারণাটি ফরাসি দার্শনিক জ্যাঁ-জ্যাক রুশোর (Jean-Jacques Rousseau) রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু। তাঁর বিখ্যাত গ্রন্থ 'The Social Contract'-এ তিনি এই তত্ত্বের বিস্তারিত ব্যাখ্যা দেন।
ক) যুক্তরাষ্ট্র
খ) যুক্তরাজ্য
গ) সৌদি আরব
ঘ) জাপান
Note : ভৌগোলিকভাবে, 'দূরপ্রাচ্য' বা 'Far East' বলতে এশিয়া মহাদেশের পূর্ব দিকের দেশগুলোকে বোঝানো হয়। এর মধ্যে চীন, জাপান, কোরিয়া, তাইওয়ান ইত্যাদি দেশ অন্তর্ভুক্ত। প্রদত্ত অপশনগুলোর মধ্যে জাপান দূরপ্রাচ্যের একটি দেশ।
ক) মুঘলদের সময়
খ) তুর্কীদের সময়
গ) বাবরের সময়
ঘ) আকবরের সময়
Note : বাংলায় বারো ভুঁইয়াদের চূড়ান্ত অভ্যুত্থান ও আধিপত্য মুঘল সম্রাট আকবরের শাসনামলে (১৫৫৬-১৬০৫) ঘটে। সম্রাট আকবরের সেনাপতি মানসিংহ বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠা করতে এসে বারো ভুঁইয়াদের, বিশেষ করে ঈশা খাঁর প্রবল প্রতিরোধের সম্মুখীন হন।
ক) জনস্বাস্থ্য ও নৈতিকতা
খ) সুযোগের সমতা
গ) মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
ঘ) জাতীয় সংস্কৃতি
Note : বাংলাদেশ সংবিধানের ১৫ নং অনুচ্ছেদ রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশের অন্তর্গত। এই অনুচ্ছেদে নাগরিকদের জন্য অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা নিশ্চিত করার কথা বলা হয়েছে। তাই এর বিষয়বস্তু 'মৌলিক প্রয়োজনের ব্যবস্থা'।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন