ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?

ক) প্লাসটিড
খ) মাইটোকন্ড্রিয়া
গ) নিউক্লিয়াস
ঘ) ক্রোমাটিন বস্তু
বিস্তারিত ব্যাখ্যা:
ব্যাকটেরিয়া একটি প্রোক্যারিওটিক বা আদিকোষী জীব। এদের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া বা প্লাস্টিড থাকে না। এদের জেনেটিক বস্তু (DNA) একটি নির্দিষ্ট নিউক্লিয়ার মেমব্রেন বা ঝিল্লি দ্বারা আবৃত থাকে না, বরং সাইটোপ্লাজমের একটি নির্দিষ্ট অঞ্চলে (নিউক্লিওয়েড) মুক্ত অবস্থায় প্যাঁচানো থাকে। এই জেনেটিক বস্তুকে ক্রোমাটিন বস্তু বলা হয়। তাই ব্যাকটেরিয়ার কোষে ক্রোমাটিন বস্তু উপস্থিত থাকে।

Related Questions

ক) রিঙ্গিত
খ) দেরহাম
গ) মালয়েশিয়ান ডলার
ঘ) রুপিস
Note : মালয়েশিয়ার সরকারি মুদ্রার নাম 'মালয়েশিয়ান রিঙ্গিত' বা সংক্ষেপে 'রিঙ্গিত'। এর প্রতীক হলো RM।
ক) 1999
খ) 2000
গ) 2001
ঘ) 2002
Note : বাংলাদেশ ক্রিকেট দল ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ করে। এটি ছিল বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক।
ক) EU
খ) WTO
গ) NATO
ঘ) FIFA
Note : ইউরোপীয় ইউনিয়ন (EU) বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট। এটি একটি একক বাজার (Single Market) পরিচালনা করে, যা সদস্য দেশগুলোর মধ্যে পণ্য, সেবা, পুঁজি ও ব্যক্তির অবাধ চলাচল নিশ্চিত করে। জিডিপির আকারে এটি বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনীতি।
ক) ন্যাটো (NATO)
খ) সিটিবিটি(CTBT)
গ) এনপিটি (NPT)
ঘ) সল্ট(SALT)
Note : সিটিবিটি (CTBT - Comprehensive Nuclear-Test-Ban Treaty) বা 'সর্বাত্মক পরমাণু পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি'-এর মূল উদ্দেশ্য হলো সামরিক বা বেসামরিক যেকোনো উদ্দেশ্যে সকল ধরনের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা। এটি ১৯৯৬ সালে গৃহীত হয়।
ক) ১৯৪৭ সালের ২৩ জুন
খ) ১৯১৫ সালের ১৫ মার্চ
গ) ১৯১৪ সালের ২৮ জুলাই
ঘ) ১৯১৮ সালের ১১ নভেম্বর
Note : প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ১৯১৪ সালের ২৮ জুলাই, যখন অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এটি ১৯১৮ সালের ১১ নভেম্বর শেষ হয়।
ক) সেন্ট লুসিয়া
খ) পশ্চিম সামোয়া
গ) লিথুয়ানিয়া
ঘ) নিকারাগুয়া
Note : পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বা ওয়েস্ট ইন্ডিজ হলো ক্যারিবিয়ান সাগরের দ্বীপগুলোর সমষ্টি। সেন্ট লুসিয়া এই অঞ্চলের একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র। পশ্চিম সামোয়া ওশেনিয়ায়, লিথুয়ানিয়া ইউরোপে এবং নিকারাগুয়া মধ্য আমেরিকায় অবস্থিত।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন