কোন বাগধারাটির অর্থ 'প্রহার'?

ক) অর্ধচন্দ্র
খ) এলোপাতাড়ি
গ) উড়নচণ্ডী
ঘ) উত্তম-মধ্যম
বিস্তারিত ব্যাখ্যা:
উত্তম-মধ্যম' বাগধারাটির অর্থ হলো প্রহার বা মারধর করা। 'অর্ধচন্দ্র' অর্থ গলাধাক্কা, 'এলোপাতাড়ি' অর্থ বিশৃঙ্খলভাবে এবং 'উড়নচণ্ডী' অর্থ অমিতব্যয়ী।

Related Questions

ক) রায় গুণাকর
খ) কবিকন্ঠহার
গ) কবিকঙ্কন
ঘ) কবিররঞ্জন
Note : মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র। তার কাব্যপ্রতিভায় মুগ্ধ হয়ে নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাকে 'রায় গুণাকর' উপাধিতে ভূষিত করেন। 'কবিকঙ্কন' মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি।
ক) ইন্দ্ৰজিৎ
খ) শত্রুজিৎ
গ) পরঞ্জয়
ঘ) দুর্জয়
Note : যিনি ইন্দ্রকে জয় করেছেন, তাকে এককথায় 'ইন্দ্ৰজিৎ' বলা হয়। রামায়ণে রাবণের পুত্র মেঘনাদ ইন্দ্রকে জয় করেছিলেন বলে তার আরেক নাম ছিল ইন্দ্রজিৎ।
ক) বিপরীতার্থক
খ) সমার্থক
গ) মিলনার্থক
ঘ) বিরোধার্থক
Note : 'জ্বিন-পরী' শব্দ দুটি ভিন্ন হলেও প্রায় সমজাতীয় বা কাছাকাছি অর্থ প্রকাশ করে এবং এদের মধ্যে একটি ধ্বনিগত মিল রয়েছে। এই ধরনের শব্দযোগে গঠিত শব্দকে মিলনার্থক শব্দযোগ বলে।
ক) করণে ৭মী
খ) কর্মে ৭মী
গ) অধিকরণে ৭মী
ঘ) অপাদানে ৭মী
Note : ক্রিয়াকে 'কাকে' বা 'কী' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তা কর্মকারক। এখানে 'কাকে জিজ্ঞাসিব?'— উত্তর 'জনে জনে'। ক্রিয়াটি একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে (বীপ্সা)। 'এ', 'য়', 'তে' ইত্যাদি ৭মী বিভক্তির চিহ্ন। তাই 'জনে জনে' হলো কর্ম কারকে ৭মী বিভক্তি।
ক) মৃগরাজ
খ) মৃগেন্দ্র
গ) গজ
ঘ) অর্ণব
Note : ঐরাবত' হলো পৌরাণিক কাহিনীতে দেবরাজ ইন্দ্রের বাহন শ্বেতহস্তী বা সাদা হাতি। 'গজ' শব্দের অর্থ হাতি। তাই 'গজ' হলো ঐরাবতের সমার্থক শব্দ। 'মৃগরাজ' বা 'মৃগেন্দ্র' অর্থ সিংহ এবং 'অর্ণব' অর্থ সাগর।
ক) সওগাত
খ) মোহাম্মদী
গ) সমকাল
ঘ) শিখা
Note : 'মুসলিম সাহিত্য-সমাজ' এর মুখপত্র হিসেবে 'শিখা' পত্রিকাটি প্রকাশিত হতো। এই পত্রিকার স্লোগান বা মোটো ছিল 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'।

জব সলুশন

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন