নিচের কোন স্থানের ভৌগোলিক উপনাম 'বারো আউলিয়ার দেশ?
ক) সিলেট
খ) চট্রগ্রাম
গ) বরিশাল
ঘ) বগুড়া
বিস্তারিত ব্যাখ্যা:
চট্টগ্রামে অনেক পীর-আউলিয়া-দরবেশের আগমন ঘটেছিল বলে এই শহরকে 'বারো আউলিয়ার দেশ' বলা হয়। অপরদিকে সিলেটকে বলা হয় 'চায়ের দেশ' বা '৩৬০ আউলিয়ার দেশ'।
Related Questions
ক) ফেদেরাল পার্লামেন্ট
খ) পঞ্চায়েত
গ) কংগ্রেস
ঘ) মজলিস
Note : নেপালের বর্তমান আইনসভার আনুষ্ঠানিক নাম 'संघीय संसद नेपाल' বা 'ফেডারেল পার্লামেন্ট অফ নেপাল'। এটি একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা।
ক) জাতিগোষ্ঠী নির্মূলকরণ
খ) পরিবেশ দূষণ
গ) ভৌগলিক সীমানা
ঘ) মেয়ের সাথে সংঘাত
Note : সুদানের দারফুর অঞ্চলে সংঘটিত সংকটটি মূলত আরব ও অনারব জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত, যা ব্যাপক মানবাধিকার লঙ্ঘন ও জাতিগোষ্ঠী নির্মূলের (ethnic cleansing) পর্যায়ে পৌঁছেছিল।
ক) Padma Multipurpose Bridge.
খ) Padma Road Bridge.
গ) Padma Rail Bridge.
ঘ) Truss bridge
Note : পদ্মা সেতু কেবল একটি সড়ক সেতু নয়, এতে রেল সংযোগসহ বিভিন্ন সুবিধা রয়েছে। একারণে এর প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক নাম হলো 'পদ্মা বহুমুখী সেতু' বা 'Padma Multipurpose Bridge'।
ক) নাটোরের লালপুর
খ) পাবনার ঈশ্বরদী
গ) রাজশাহী শহর
ঘ) যশোর শহর
Note : বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানের তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হলেও, সাধারণভাবে নাটোরের লালপুর উপজেলাকে বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান হিসেবে বিবেচনা করা হয়। এখানে প্রায়ই দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়।
ক) পরিবহন
খ) পরিচালন
গ) বিকিরণ
ঘ) সঞ্চালন
Note : তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি হলো পরিবহন, পরিচলন ও বিকিরণ। পরিবহন ও পরিচলন পদ্ধতির জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণ পদ্ধতিতে কোনো মাধ্যম ছাড়াই তাপ সঞ্চালিত হতে পারে। সূর্য থেকে পৃথিবীতে তাপ এভাবেই আসে।
ক) সেন্টমার্টিন
খ) রাঙ্গাবালি
গ) চর আলেকজান্ডার
ঘ) ছেড়াদ্বীপ
Note : অলিভ রিডলি টার্টল' বা জলপাইরঙা সামুদ্রিক কাছিম বিপন্ন প্রজাতির একটি প্রাণী। বাংলাদেশের সেন্ট মার্টিন'স দ্বীপে এদের ডিম পাড়তে দেখা যায়, যা তাদের অন্যতম প্রজনন ক্ষেত্র।
জব সলুশন