কবি কায়কোবাদ রচতি 'মহাশ্মশান' কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-
ক) পলাশীর যুদ্ধ
খ) তৃতীয় পানিপথের যুদ্ধ
গ) ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ঘ) ছিয়াত্তরের মন্বন্তর
বিস্তারিত ব্যাখ্যা:
'মহাশ্মশান' একটি মহাকাব্য। এই কাব্যের মূল উপজীব্য হলো ১৭৬১ সালে সংঘটিত তৃতীয় পানিপথের যুদ্ধ। এই যুদ্ধে আহমদ শাহ আবদালীর সঙ্গে মারাঠাদের সংঘর্ষ এবং তার করুণ পরিণতিই কাব্যের মূল বিষয়।
Related Questions
ক) গোরা
খ) বৌঠাকুরাণীর হাট
গ) শেষের কবিতা
ঘ) চোখের বালি
Note : রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস হলো 'বৌঠাকুরাণীর হাট'। এটি ১৮৮৩ সালে প্রকাশিত হয়। 'গোরা', 'শেষের কবিতা', 'চোখের বালি' তাঁর বিখ্যাত উপন্যাস হলেও এগুলো পরবর্তীকালে রচিত।
ক) কর্মে ষষ্ঠী
খ) অপাদানে সপ্তমী
গ) করনে তৃতীয়া
ঘ) অধিকরনে শূন্য
Note :
যা থেকে কোন কিছু চলিত, ভীত, উৎপন্ন, গৃহীত, পতিত, বিরত, হয় তাকে অপাদান কারক বলে। ' পালিয়ে ' অপাদনে সপ্তমী বিভক্তি।
ক) তৃতীয়া তৎপুরুষ
খ) ষষ্ঠী তৎপুরুষ
গ) অলুক তৎপুরুষ
ঘ) উপপদ তৎপুরুষ
Note : 'রসাভিষিক্ত' এর ব্যাসবাক্য হলো 'রস দ্বারা অভিষিক্ত'। এখানে 'দ্বারা' অনুসর্গটি তৃতীয়া বিভক্তির চিহ্ন। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের তৃতীয়া বিভক্তি (দ্বারা, দিয়া, কর্তৃক) লোপ পেয়ে পরপদের সঙ্গে যুক্ত হয়, তাকে তৃতীয়া তৎপুরুষ সমাস বলে।
ক) যোগাযোগ
খ) ঘরে-বাইরে
গ) নৌকাডুবি
ঘ) শেষের কবিতা
Note : কুমুদিনী বা কুমু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'যোগাযোগ' উপন্যাসের প্রধান নারী চরিত্র। এই উপন্যাসে তার আত্মমর্যাদা, সংঘাত ও মনস্তাত্ত্বিক টানাপোড়েন অসাধারণভাবে চিত্রিত হয়েছে।
ক) শ্রী চৈতন্য
খ) বিদ্যাপতি
গ) চণ্ডীদাস
ঘ) জ্ঞানদাস
Note : বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ শাখা বৈষ্ণব পদাবলি। যদিও চণ্ডীদাস বাংলা ভাষায় পদ রচনা করেন, মৈথিলি ভাষার কবি বিদ্যাপতিকে এই ধারার আদি ও শ্রেষ্ঠ কবিদের একজন হিসেবে গণ্য করা হয় এবং তাকে পদাবলির আদি রচয়িতা হিসেবে আখ্যা দেওয়া হয়।
ক) গায়িকা
খ) সেবিকা
গ) বালিকা
ঘ) মলিনা
Note : গায়িকা', 'সেবিকা', 'বালিকা' শব্দগুলোতে 'ইকা' প্রত্যয় যুক্ত হয়েছে (গায়ক+ইকা, সেবক+ইকা, বালক+ইকা)। অন্যদিকে 'মলিন' শব্দের সাথে 'আ' প্রত্যয় যুক্ত হয়ে স্ত্রীবাচক শব্দ 'মলিনা' গঠিত হয়েছে।
জব সলুশন