অভিরাম' শব্দের অর্থ কী?
ক) বিরামহীন
খ) বালিশ
গ) চলন
ঘ) সুন্দর
বিস্তারিত ব্যাখ্যা:
'অভিরাম' একটি তৎসম শব্দ। এর অর্থ হলো মনোহর, নয়নสุขকর বা সুন্দর। 'বিরামহীন' অর্থ অবিরাম। সুতরাং সঠিক উত্তর 'সুন্দর'।
Related Questions
ক) লিখিতভাবে
খ) লিখিত আদেশ
গ) সাবধানী
ঘ) পুরোপুরিভাবে
Note : 'কাগজে কলমে' একটি বহুল প্রচলিত বাগধারা। এর অর্থ হলো লিখিতভাবে বা দালিলিকভাবে কোনো কিছু থাকা। যেমন: 'কাগজে কলমে চুক্তিটা পাকা হয়ে গেছে'।
ক) কিংবদন্তি
খ) পুরাণ
গ) মহকাব্য
ঘ) বিস্মৃত কাহিনি
Note : 'Epic' একটি ইংরেজি শব্দ, যার সঠিক বাংলা পরিভাষা হলো 'মহাকাব্য'। মহাকাব্য হলো বৃহৎ আয়তনের এমন এক ধরনের কাব্য যেখানে কোনো জাতির শ্রেষ্ঠ বীরের কাহিনি বা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে বীরত্ব, মহত্ত্ব ও আদর্শ ফুটিয়ে তোলা হয়।
ক) উর্দু
খ) ফারসি
গ) ফরাসি
ঘ) আরবি
Note : 'শাহানামা' বিশ্ববিখ্যাত মহাকাব্য, যার রচয়িতা মহাকবি ফেরদৌসী। এটি প্রাচীন ইরানের ইতিহাস ও শাসনামল নিয়ে রচিত। এটি ফারসি (Persian) ভাষায় লেখা একটি ধ্রুপদী সাহিত্যকর্ম।
ক) পলাশীর যুদ্ধ
খ) তৃতীয় পানিপথের যুদ্ধ
গ) ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ঘ) ছিয়াত্তরের মন্বন্তর
Note : 'মহাশ্মশান' একটি মহাকাব্য। এই কাব্যের মূল উপজীব্য হলো ১৭৬১ সালে সংঘটিত তৃতীয় পানিপথের যুদ্ধ। এই যুদ্ধে আহমদ শাহ আবদালীর সঙ্গে মারাঠাদের সংঘর্ষ এবং তার করুণ পরিণতিই কাব্যের মূল বিষয়।
ক) গোরা
খ) বৌঠাকুরাণীর হাট
গ) শেষের কবিতা
ঘ) চোখের বালি
Note : রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস হলো 'বৌঠাকুরাণীর হাট'। এটি ১৮৮৩ সালে প্রকাশিত হয়। 'গোরা', 'শেষের কবিতা', 'চোখের বালি' তাঁর বিখ্যাত উপন্যাস হলেও এগুলো পরবর্তীকালে রচিত।
ক) কর্মে ষষ্ঠী
খ) অপাদানে সপ্তমী
গ) করনে তৃতীয়া
ঘ) অধিকরনে শূন্য
Note :
যা থেকে কোন কিছু চলিত, ভীত, উৎপন্ন, গৃহীত, পতিত, বিরত, হয় তাকে অপাদান কারক বলে। ' পালিয়ে ' অপাদনে সপ্তমী বিভক্তি।
জব সলুশন