বাংলার কোন সুলতানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়?
ক) আলউদ্দিন হুসেন শাহ
খ) গিয়াসউদ্দিন আজম শাহ
গ) শামসুদ্দিন মোবারক শাহ
ঘ) ইলিয়াস শাহ
বিস্তারিত ব্যাখ্যা:
সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনামলকে (১৪৯৪-১৫১৯) বাংলার ইতিহাসে 'স্বর্ণযুগ' হিসেবে আখ্যায়িত করা হয়। তাঁর সময়ে বাংলায় শান্তি, শৃঙ্খলা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং শিল্প-সাহিত্যের ব্যাপক উন্নতি সাধিত হয়েছিল।
Related Questions
ক) চাকমা
খ) মারমা
গ) গারো
ঘ) সাঁওতাল
Note : ঝুমুর গান ও নাচ মূলত সাঁওতাল, ওঁরাও, মুন্ডা প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি। এটি তাদের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবে পরিবেশিত হয়।
ক) তাহমিনা হক ডলি
খ) জাকিয়া আকতার
গ) সুরাইয়া বেগম
ঘ) মাহমুদা হক চৌধুরী
Note : তাহমিনা হক ডলি হলেন বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত। তিনি ১৯৭৪ সালে শ্রীলঙ্কায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হন, যা ছিল দেশের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
ক) নবাব সলিমুল্লাহ
খ) শায়েস্তা খান
গ) মির্জা আহমেদ জান
ঘ) আবুল হাসনাত
Note : ঢাকার আরমানিটোলায় অবস্থিত বিখ্যাত তারা মসজিদটি আঠারো শতকের শেষের দিকে জমিদার মির্জা গোলাম পীরের পুত্র মির্জা আহমেদ জান নির্মাণ করেন। পরবর্তীতে ১৯২৬ সালে ঢাকার ব্যবসায়ী আলী জান ব্যাপারী মসজিদটির সংস্কার ও তারা খচিত করেন।
ক) হাওড়
খ) বরেন্দ্র
গ) পাহাড়ি
ঘ) উপকূল
Note : 'ঘেটু গান' বা 'ঘাডু গান' বাংলাদেশের হাওড় অঞ্চলের, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের একটি লোকসংগীতের ধারা। এটি সাধারণত গ্রামের সাধারণ মানুষের বিনোদনের জন্য পরিবেশন করা হয়।
ক) পাহাড়ি ভূমি
খ) বনভূমি
গ) সমতল ভূমি
ঘ) মালভূমি
Note : বাংলাদেশ মূলত একটি নদীমাতৃক দেশ এবং এটি পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ। এর অধিকাংশ এলাকাই নদীবাহিত পলি দ্বারা গঠিত প্লাবন সমভূমি। তাই বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলের ভূপ্রকৃতি সমতল।
ক) ৫৭ জন
খ) ৬০ জন
গ) ৬২ জন
ঘ) ৬৫ জন
Note : বাংলাদেশের সংবিধানের ৭৫(২) অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় সংসদের অধিবেশন চলার জন্য ন্যূনতম ৬০ জন সদস্যের উপস্থিতি প্রয়োজন। এই ন্যূনতম সংখ্যাকে 'কোরাম' বলা হয়।
জব সলুশন