I am used --- in crowded places.
ক) to study
খ) to studying
গ) to studied
ঘ) studing
বিস্তারিত ব্যাখ্যা:
যখন 'be' verb (am, is, are, was, were) + 'used to' ব্যবহৃত হয়, তখন এর অর্থ 'অভ্যস্ত'। এই phrase-টির পরে verb-এর সাথে 'ing' যুক্ত হয় (gerund)। সুতরাং, 'I am used to studying' (আমি পড়াশোনায় অভ্যস্ত) বাক্যটি সঠিক।
Related Questions
ক) for
খ) with
গ) at
ঘ) in
Note : 'Interest' শব্দটির পর কোনো বিষয়ে আগ্রহ বোঝাতে preposition 'in' ব্যবহৃত হয়। তাই 'interest in music' (সংগীতে আগ্রহ) একটি সঠিক 표현। সঠিক উত্তর 'in'।
ক) with
খ) at
গ) for
ঘ) of
Note : 'Assure' verb-টির পর কোনো কিছু সম্পর্কে নিশ্চিত করার ক্ষেত্রে preposition 'of' ব্যবহৃত হয়। গঠনটি হলো: assure somebody of something। এখানে সে আমাকে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে, তাই সঠিক উত্তর 'of'।
ক) will
খ) will be
গ) would
ঘ) have
Note : এর গঠন হলো: If + Past Indefinite, Subject + would/could/might + verb-এর base form। এখানে 'If we had a boat' (Past Indefinite) থাকায়, পরের অংশে 'we would cross the river' হবে। তাই সঠিক উত্তর 'would'।
ক) বেতালপঞ্চবিংশতি
খ) সীতার বনবাস
গ) অতি অল্প হইল
ঘ) শকুন্তলা
Note : 'অতি অল্প হইল' এবং 'ব্রজবিলাস' তাঁর দুটি ব্যঙ্গাত্মক মৌলিক রচনা। 'বেতালপঞ্চবিংশতি' (হিন্দি থেকে), 'শকুন্তলা' (সংস্কৃত থেকে) এবং 'সীতার বনবাস' (সংস্কৃত থেকে) তাঁর অনূদিত বা ভাবানুদিত গ্রন্থ।
ক) কমলে কামিনী
খ) চক্ষুদান
গ) বিধবা বিবাহ
ঘ) ভদ্রার্জুন
Note : কমলে কামিনী' (১৮৭৩) দীনবন্ধু মিত্রের রচিত একটি নাটক। তাঁর সবচেয়ে বিখ্যাত নাটক 'নীলদর্পণ'। 'বিধবা বিবাহ' নাটকটি উমেশচন্দ্র মিত্রের রচনা।
ক) রাখালী
খ) মাটির কান্না
গ) বেদের মেয়ে
ঘ) বোবা কাহিনী
Note : বেদের মেয়ে' (১৯৫১) জসীমউদ্দীনের রচিত একটি বিখ্যাত নাটক। 'রাখালী' ও 'মাটির কান্না' তাঁর কাব্যগ্রন্থ এবং 'বোবা কাহিনী' তাঁর রচিত একমাত্র উপন্যাস।
জব সলুশন