মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত উষ্ণ হয়, কারণ-

ক) বায়ুমন্ডলীয় চাপ কম থাকে
খ) বায়ুমন্ডলীয় ঘনত্ব বেড়ে যায়
গ) বেশি পরিমাণে ধূলিকণা বায়ুমন্ডলে থাকে
ঘ) মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়
বিস্তারিত ব্যাখ্যা:
মেঘ পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে বায়ুমণ্ডলে ফিরিয়ে দেয়, যা তাপকে পৃথিবীতে আটকে রাখে এবং রাত উষ্ণ রাখে। সঠিক উত্তর হল D (মেঘ মাটি থেকে বায়ুতে তাপের বিকিরণে বাধা দেয়)।

Related Questions

ক) অক্সিজেন
খ) হিলিয়াম
গ) ওজোন
ঘ) নাইট্রোজেন
Note : বায়ুমণ্ডলের ওজোন স্তর সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুনি রশ্মি (UV rays) শোষণ করে। সঠিক উত্তর হল C (ওজোন)।
ক) ১২টা ১০মিঃ
খ) ১২টা ২০ মিঃ
গ) ১১টা ৪০ মিঃ
ঘ) ১১টা ৫০ মিঃ
Note : পৃথিবী ২৪ ঘণ্টায় ৩৬০ ডিগ্রি ঘোরে। ১ ডিগ্রি ঘুরতে পৃথিবীর সময় লাগে ৪ মিনিট। অতএব, ৫ ডিগ্রি ঘুরতে সময় লাগবে ২০ মিনিট। পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে, তাই পশ্চিমের স্থানে সময় কম হবে। দুপুর ১২টা থেকে ২০ মিনিট বিয়োগ করলে হয় ১১টা ৪০ মিনিট। সঠিক উত্তর হল C (১১টা ৪০ মিঃ)।
ক) নির্গমন মুখ
খ) যুক্তি বর্তনী
গ) স্মৃতি
ঘ) কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
Note : কম্পিউটারের মস্তিষ্ক বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট (CPU) হলো সেই অংশ যা সকল নির্দেশাবলী কার্যকর করে এবং গণনা সম্পাদন করে। এটি কম্পিউটারের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। তাই, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ (CPU) কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। সঠিক উত্তর হল D (কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ)।
ক) ছোলা
খ) ভুট্টা
গ) মটর
ঘ) সীম
Note : ছোলা, মটর, শিম - এগুলো দ্বিবীজপত্রী উদ্ভিদ। ভুট্টা একটি একবীজপত্রী উদ্ভিদ। সঠিক উত্তর হল B (ভুট্টা)।
ক) বাড়ে
খ) কমে
গ) দু'টোই হয়
ঘ) কোনোটিই নয়
Note : যখন পানি জমে বরফ হয়, তখন এর আয়তন বৃদ্ধি পায়। এর কারণ হলো বরফের স্ফটিক গঠন পানির অণুগুলোর মধ্যে ফাঁকা স্থান তৈরি করে। তাই, পানি জমলে আয়তনে বাড়ে। সঠিক উত্তর হল A (বাড়ে)।
ক) পানির পুষ্টিগুণ বৃদ্ধির জন্য
খ) পানিকে সুস্বাদু করার জন্য
গ) পানিতে মিশ্রিত অদ্রবণীয় কণাসমূহকে দ্রবীভূত করার জন্য
ঘ) ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য
Note : পানীয় জলকে জীবাণুমুক্ত করার জন্য ক্লোরিন মেশানো হয়। ক্লোরিন পানিতে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস এবং অন্যান্য জীবাণু ধ্বংস করে। সঠিক উত্তর হল D (ক্ষতিকর ব্যাক্টেরিয়া ধ্বংস করার জন্য)।

জব সলুশন

বাংলাদেশ ডাক বিভাগ (পূর্বাঞ্চল) - পোস্টাল অপারেটর (23-01-2026)

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন - টেকনিশিয়ান হেলপার (17-01-2026)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন