১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে, ৩টি ভেড়ার মূল্য কত হবে?
ক) ১০০০ টাকা
খ) ১৫০০ টাকা
গ) ১৮০০ টাকা
ঘ) ২০০০ টাকা
বিস্তারিত ব্যাখ্যা:
যদি ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হয়, তবে ১টি গরুর মূল্য ১৫০০ টাকা। যেহেতু ১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান, তাই ১৫টি ভেড়ার মূল্য = ৫ * ১৫০০ = ৭৫০০ টাকা। সুতরাং, ১টি ভেড়ার মূল্য = ৭৫০০ / ১৫ = ৫০০ টাকা। তাহলে, ৩টি ভেড়ার মূল্য = ৩ * ৫০০ = ১৫০০ টাকা। সঠিক উত্তর হবে ১৫০০ টাকা।
Related Questions
ক) ২৯ বছর
খ) ২৭ বছর
গ) ২৭ বছর
ঘ) ২৫ বছর
Note : মোট ১৫ জন লোকের বয়সের সমষ্টি = ১৫ * ২৯ = ৪৩৫ বছর। ২ জন লোকের বয়সের সমষ্টি = ২ * ৫৫ = ১১০ বছর। বাকি ১৩ জন লোকের বয়সের সমষ্টি = ৪৩৫ - ১১০ = ৩২৫ বছর। বাকি ১৩ জন লোকের বয়সের গড় = ৩২৫ / ১৩ = ২৫ বছর। সঠিক উত্তর হবে ২৫ বছর।
ক) 15:2
খ) 4:1
গ) 6:3
ঘ) কোনোটিই নয়
ক) ১ ঘন্টা
খ) ২ ঘন্টা
গ) ৩ ঘন্টা
ঘ) ৪ ঘন্টা
ক) পরস্পর সমান
খ) পরস্পর সমান্তরাল
গ) পরস্পরের উপর লম্ব
ঘ) পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
ক) ইউনেস্কো
খ) অছি পরিষদ
গ) ইউএনডিপি
ঘ) নিরাপত্তা পরিষদ
Note : জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (UNDP) স্বল্পোন্নত দেশগুলোর (LDCs) উন্নয়নমূলক কাজে সহায়তা ও সমন্বয় সাধন করে থাকে।
ক) ইলিয়াস শাহী
খ) হোসেন শাহী
গ) সুলতানি
ঘ) মোগল
Note : হোসেন শাহী আমলে (বিশেষত সুলতান আলাউদ্দিন হোসেন শাহ) বাংলায় মুসলিম শাসন সুসংহত হয়েছিল এবং এর প্রভাবে বাংলা গজল ও সুফি সাহিত্য যথেষ্ট বিকাশ লাভ করেছিল।
জব সলুশন