মৌমাছি পালনবিদ্যা-
ক) এপিকালচার
খ) এথনোলজী
গ) এনটোমোলজি
ঘ) জিওডেসি
বিস্তারিত ব্যাখ্যা:
মৌমাছি পালন এবং মধু ও মোম উৎপাদনের বিজ্ঞানভিত্তিক পদ্ধতিকে এপিকালচার (Apiculture) বলা হয়।
Related Questions
ক) ফ্যাদোমিটার
খ) হাইগ্রোমিটার
গ) ব্যারোমিটার
ঘ) অ্যামিটার
Note : হাইগ্রোমিটার এমন একটি যন্ত্র যা ব্যবহার করে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ পরিমাপ করা হয়।
ক) আয়ন বায়ু
খ) প্রত্যয়ন বায়ু
গ) নিয়ত বায়ু
ঘ) মৌসুমী বায়ু
Note : পৃথিবীতে চাপের পার্থক্যের কারণে যে বায়ু সারা বছর নিয়মিতভাবে নির্দিষ্ট দিকে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু বলে।
ক) দুই ভাগে
খ) তিন ভাগে
গ) চার ভাগে
ঘ) পাঁচ ভাগে
Note : কম্পিউটারের মেমোরিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়- ১. প্রধান মেমোরি (Main Memory) বা প্রাইমারি মেমোরি (RAM ROM) এবং ২. সহায়ক মেমোরি (Auxiliary Memory) বা সেকেন্ডারি মেমোরি (HDD SSD)।
ক) লৌহ
খ) পটাশিয়াম
গ) ম্যাগনেসিয়াম
ঘ) ফসফরাস
Note : ফসফরাস উদ্ভিদের বৃদ্ধি ফুল ও ফল ধারণ এবং কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর অভাবে গাছের পাতা ও ফুল অকালে ঝরে যায়।
ক) শৈবাল
খ) ছত্রাক
গ) ব্যাকটেরিয়া
ঘ) ভাইরাস
Note : চা গাছে ব্যাকটেরিয়া দ্বারা বিভিন্ন রোগ সৃষ্টি হয় যেমন Bacterial Blight। ছত্রাকও রোগ সৃষ্টি করে তবে ব্যাকটেরিয়াজনিত রোগ অন্যতম। এখানে উত্তরটি প্রশ্নপত্রের প্রদত্ত উত্তর অনুযায়ী।
ক) ৫ এপ্রিল
খ) ৫ মে
গ) ৫ জুন
ঘ) ৫ জুলাই
Note : পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা তৈরি করতে জাতিসংঘ প্রতি বছর ৫ই জুন তারিখটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করে।
জব সলুশন