একটি বানর ১৪ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?

ক) ৯ সেকেন্ড
খ) ১১ সেকেন্ড
গ) ১২ সেকেন্ড
ঘ) ১৩ সেকেন্ড

Related Questions

ক) ৩০ বছর
খ) ৩২ বছর
গ) ৩৪ বছর
ঘ) ৩৮ বছর
Note : ক ও খ-এর বর্তমান মোট বয়স ৩৩+৩ = ৩৬ বছর। তিনজনের বর্তমান মোট বয়স ২০x৩ = ৬০ বছর। সুতরাং গ-এর বর্তমান বয়স ৬০-৩৬=২৪ বছর। ৬ বছর পর তার বয়স হবে ৩০ বছর।
ক) 90
খ) 89
গ) 92
ঘ) 88
Note : চারটি পরীক্ষার গড় ৮২ হলে মোট নম্বর হতে হবে ৮২x৪ = ৩২৮। প্রথম তিনটি পরীক্ষার মোট নম্বর ২২৮। সুতরাং চতুর্থ পরীক্ষায় পেতে হবে ৩২৮-২২৮ = ৮৮ নম্বর।
ক) ১৭:৪
খ) ১৭:৫
গ) ১৫:৪
ঘ) ১৬:৫
Note :

অনুপাতের সাধারণ রাশি ধরে পিতার বয়স ৪২ ও পুত্রের বয়স ১৮ বছর বের করা যায়। ৮ বছর পূর্বে তাদের বয়স ছিল যথাক্রমে ৩৪ ও ১০ বছর। তাদের অনুপাত ছিল ৩৪:১০ বা ১৭:৫।

ক) ১৫:১৬
খ) ২০:১৮
গ) ১৮:২০
ঘ) কোনোটিই নয়
Note :

এখানে ক-এর মান সমান করে খ ও গ-এর অনুপাত বের করতে হবে। ক:খ=১৫:২০ এবং ক:গ=১৫:১৮। সুতরাং খ:গ=২০:১৮ বা ১০:৯। প্রশ্নে গ:খ চাওয়া হয়েছে যা হবে ১৮:২০।

ক) রাশিয়া
খ) মার্কিন যুক্তরাষ্ট্র
গ) ভারত
ঘ) চীন
Note : প্রশ্নের সময় (২০১২) অনুযায়ী চীন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ ছিল। বর্তমানে (২০২৩ সাল থেকে) ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে পরিণত হয়েছে।
ক) ১৭৭০ সালে
খ) ১৭৭৬ সালে
গ) ১৭৭৭ সালে
ঘ) ১৭৭৮ সালে
Note : ছিয়াত্তরের মন্বন্তর ছিল বাংলা ১১৭৬ বঙ্গাব্দে (ইংরেজি ১৭৭০ সাল) সংঘটিত একটি ভয়াবহ দুর্ভিক্ষ। অতিরিক্ত কর এবং খরার কারণে এই দুর্ভিক্ষ হয়েছিল।

জব সলুশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন