ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখকদ্বয়?

ক) সেক্সপিয়ার ও ভলতেয়ার
খ) রুশো ও ভলতেয়ার
গ) প্লেটো ও এরিস্টটল
ঘ) সেক্সপিয়ার ও ইলিয়ট
বিস্তারিত ব্যাখ্যা:
ফরাসি বিপ্লবের পেছনে জ্যাঁ-জ্যাক রুশো এবং ভলতেয়ারের মতো জ্ঞানদীপ্ত যুগের দার্শনিকদের লেখনী ও চিন্তাধারা অনুপ্রেরণা জুগিয়েছিল। রুশোর 'সামাজিক চুক্তি' এবং ভলতেয়ারের বাক-স্বাধীনতার ধারণা বিপ্লবীদের প্রভাবিত করে।

Related Questions

ক) ৪ মিনিট
খ) ৫ মিনিট
গ) ২০ মিনিট
ঘ) ১ মিনিট
Note : পৃথিবী তার অক্ষের উপর ২৪ ঘণ্টায় (১৪৪০ মিনিট) ৩৬০° ঘুরে। সুতরাং, ৩৬০° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য ১৪৪০ মিনিট। ১° দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে ১৪৪০/৩৬০ = ৪ মিনিট।
ক) বীর উত্তম
খ) বীর প্রতীক
গ) বীর বিক্রম
ঘ) বীরশ্রেষ্ঠ
Note : বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মর্যাদাক্রম হলো: ১. বীরশ্রেষ্ঠ (সর্বোচ্চ), ২. বীর উত্তম, ৩. বীর বিক্রম, এবং ৪. বীর প্রতীক (চতুর্থ)।
ক) পাল
খ) মুঘল
গ) সেন
ঘ) ইংরেজ
Note : মুঘল আমলে ঢাকার মসলিন কাপড় বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছিল। এই সময়ে মসলিন শিল্পের চরম উৎকর্ষ সাধিত হয় এবং এটি মুঘল সম্রাট ও অভিজাতদের কাছে অত্যন্ত সমাদৃত ছিল।
ক) বেগুনি ও হলুদ
খ) লাল ও নীল
গ) নীল ও সবুজ
ঘ) বেগুনি ও লাল
Note : সাদা আলোকে প্রিজমের মধ্য দিয়ে পাঠালে তা সাতটি রঙে বিভক্ত হয় (বেনীআসহকলা)। এই বর্ণালীর দুটি প্রান্তীয় বা শেষপ্রান্তের বর্ণ হলো বেগুনি (যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম) এবং লাল (যার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি)।
ক) বিক্ষেপণ
খ) প্রতিফলন
গ) প্রতিসরণ
ঘ) পোষণ
Note : সূর্যের সাদা আলো বায়ুমণ্ডল দিয়ে আসার সময় এর নীল অংশটি সবচেয়ে বেশি বিক্ষিপ্ত (scattered) হয়। সমুদ্রের জল এই বিক্ষিপ্ত নীল আলোকে শোষণ না করে প্রতিফলিত করে, তাই সমুদ্রকে নীল দেখায়। এই ঘটনাকে আলোর বিক্ষেপণ বলে।
ক) কঠিন পদার্থ
খ) তরল পদার্থ
গ) বায়বীয় পদার্থ
ঘ) মিশ্র পদার্থ
Note : কঠিন ও তরল পদার্থের তুলনায় বায়বীয় বা গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক কম এবং দূরত্ব বেশি থাকায়, সামান্য তাপ প্রয়োগেই এরা সবচেয়ে বেশি প্রসারিত হয়।

জব সলুশন

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন - অফিস সহায়ক (17-01-2025)

প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2026 (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - সহকারী পরিচালক (09-01-2026)

দুর্নীতি দমন কমিশন - উপসহকারী পরিচালক (03-01-2026)

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় - গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ - ইমারত পরিদর্শক (26-12-2025)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর - অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (26-12-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2026

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন