কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

ক) অপ
খ) পরা
গ) সু
ঘ) প্র
বিস্তারিত ব্যাখ্যা:
খাঁটি বাংলা উপসর্গগুলো হলো: অ, আ, ই, উ, ক, কি, কু, কা, না, নি, পা, পি, বি, ভ, ভর, মা, যা, রা, স, সু। প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'সু' খাঁটি বাংলা উপসর্গ। 'অপ', 'পরা', 'প্র' তৎসম (সংস্কৃত) উপসর্গ।

Related Questions

ক) বান্দরবান ও নীলফামারী
খ) কক্সবাজার ও দিনাজপুর
গ) কক্সবাজার ও পঞ্চগড়
ঘ) ফেনী ও টাঙ্গাইল
Note : টেকনাফ হলো বাংলাদেশের কক্সবাজার জেলার একটি থানা এবং উপজেলা। তেঁতুলিয়া বাংলাদেশের পঞ্চগড় জেলার একটি উপজেলা। তাই সঠিক উত্তর হলো কক্সবাজার ও পঞ্চগড়।
ক) মুমুক্ষু
খ) মুমুক্ষু
গ) মুমুক্ষু
ঘ) মুমুক্ষা
Note : মুক্তি পেতে ইচ্ছুক ব্যক্তিকে 'মুমুক্ষু' বলা হয়। 'মুমুক্ষা' হলো মুক্তি পাওয়ার ইচ্ছা।
ক) -3<x<3
খ) -3<x<7
গ) 3<x<7
ঘ) -5<x<3
Note :

|x-2| < 5 অসমতাটিকে এভাবে লেখা যায়: -5 < x-2 < 5। এই অসমতার প্রতি অংশে 2 যোগ করলে পাই: -5+2 < x < 5+2 => -3 < x < 7। তাই সঠিক উত্তর হলো -3 < x < 7।

ক) মূর্খ
খ) চালাক
গ) হাতুড়ে
ঘ) অলস
Note : গোবৈদ্য' একটি প্রবাদ বাক্য যার অর্থ হলো অপদার্থ বা আনাড়ি যে কোনো কাজ করতে গিয়ে ক্ষতি করে। এটি মূলত সেই ব্যক্তিকে বোঝায় যে নিজের অদক্ষতা দিয়ে অন্যের ক্ষতি করে, বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে। তাই 'হাতুড়ে' (inept) শব্দটি এর অর্থকে ভালোভাবে প্রকাশ করে।
ক) 30°
খ) 45°
গ) 60°
ঘ) 75°
Note : আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০ ডিগ্রি। কোণগুলোর অনুপাত 3: 4: 5। ধরা যাক কোণগুলো যথাক্রমে 3x, 4x, এবং 5x। তাহলে, 3x + 4x + 5x = 180° => 12x = 180° => x = 180° / 12 = 15°। ক্ষুদ্রতর কোণটি হলো 3x = 3 * 15° = 45°। মাঝারি কোণ 4x = 60° এবং বৃহত্তম কোণ 5x = 75°।
ক) দ্বিগুণ
খ) তিনগুণ
গ) দুইভাগের একভাগ
ঘ) ছয়ভাগের একভাগ
Note : চাঁদে অভিকর্ষ বল পৃথিবীর অভিকর্ষ বলের প্রায় ছয় ভাগের এক ভাগ। তাই চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ হয়।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন