কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?
ক) সাদা
খ) কালো
গ) লাল
ঘ) ধূসর
বিস্তারিত ব্যাখ্যা:
কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়। কারণ কালো রঙ তাপ শোষণ করে, যার ফলে কাপের বাইরের পৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করে এবং চা ঠান্ডা হয়।
Related Questions
ক) ইলেকট্রন
খ) অণু
গ) পরমাণু
ঘ) প্রোটন
Note : মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, তাকে পরমাণু বলে। অণু হলো দুই বা ততোধিক পরমাণুর সমষ্টি। ইলেকট্রন ও প্রোটন পরমাণুর উপাদান।
ক) ওজোন স্তর ধ্বংস করে
খ) রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে
গ) বায়ুর তাপ বৃদ্ধি করে
ঘ) এসিড বৃষ্টিপাত ঘটায়
ক) 506
খ) 406
গ) 306
ঘ) 206
Note : একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে ২০৬ টি হাড় থাকে। জন্মকালে শিশুর দেহে হাড়ের সংখ্যা বেশি থাকলেও বয়ঃসন্ধিকালে কিছু হাড় একত্রিত হয়ে ২০৬ টি তে দাঁড়ায়।
ক) ২৪ জোড়া
খ) ২৬ জোড়া
গ) ২৩ জোড়া
ঘ) ২৫ জোড়া
Note : মানুষের দেহকোষে মোট ৪৬টি ক্রোমোজোম থাকে, যা ২৩ জোড়া। এর মধ্যে ২২ জোড়া অটোজোম এবং ১ জোড়া সেক্স ক্রোমোজোম।
ক) তপঃ + বন
খ) তপ + বন
গ) তপোঃ + বন
ঘ) তপো + বন
Note : 'তপোবন' শব্দটির সন্ধি বিচ্ছেদ হলো 'তপঃ + বন'। এখানে বিসর্গ (ঃ) এর পরে ব্যঞ্জন ধ্বনি 'ব' আসায় বিসর্গ 'ও' কারে পরিণত হয়েছে।
জব সলুশন