একটি গরু ৪৫০ টাকায় বিক্রয় করায় তার ক্রয়মূল্যের ১/৫ অংশ লাভ হল। গরুটির ক্রয়মূল্য কত?
ক) ৫০০ টাকা
খ) ৬০০ টাকা
গ) ৩০০ টাকা
ঘ) ৪০০ টাকা
Related Questions
ক) ২৮ টাকা
খ) ৩০ টাকা
গ) ৩২ টাকা
ঘ) ৩৪ টাকা
Note : ধরি, কলমটির ক্রয়মূল্য = ক টাকা। ২৫ টাকায় বিক্রি করলে ক্ষতি = (ক - ২৫) টাকা। ৩৫ টাকায় বিক্রি করলে লাভ = (৩৫ - ক) টাকা। প্রশ্নানুসারে, ক্ষতি = লাভ। সুতরাং, ক - ২৫ = ৩৫ - ক => ২ক = ৬০ => ক = ৩০ টাকা।
ক) এক সমকোণের অর্ধেক
খ) দুই সমকোণ
গ) এক সমকোণ
ঘ) সূক্ষ্মকোণ
Note : একটি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং ওই স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থান করে। অর্থাৎ, তাদের অন্তর্ভুক্ত কোণ হলো ৯০ ডিগ্রী বা এক সমকোণ।
ক) ২(দৈর্ঘ্য × উচ্চতা)
খ) দৈর্ঘ্য × প্রস্থ
গ) ২ (দৈর্ঘ্য × প্রস্থ)
ঘ) ভূমি × উচ্চতা
Note : সামন্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমি × উচ্চতা।
ক) হেগে
খ) প্যারিসে
গ) লন্ডনে
ঘ) জেনেভায়
Note : স্থায়ী সালিশী আদালত (Permanent Court of Arbitration - PCA) নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
ক) মাওলানা ভাসানী
খ) সৈয়দ আমীর আলী
গ) হাজী মুহম্মদ মুহসীন
ঘ) নওয়াব সলিমুল্লাহ
Note : মুসলিম লীগ ১৯০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর অন্যতম প্রধান উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন নওয়াব সলিমুল্লাহ।
ক) পৃথিবী
খ) শনি
গ) বুধ
ঘ) বৃহস্পতি
Note : সৌরজগতের আটটি গ্রহের মধ্যে বুধ (Mercury) হলো সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ। প্লুটোকে বামন গ্রহ হিসেবে গণ্য করা হয়।
জব সলুশন