কাফকো কোন দেশের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে?
ক) ফ্রান্স
খ) চীন
গ) জাপান
ঘ) কানাডা
বিস্তারিত ব্যাখ্যা:
কাফকো KAFCO অর্থাৎ কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড জাপানের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সার কারখানা। জাপান তাই সঠিক উত্তর।
Related Questions
ক) 1076
খ) 1176
গ) 1276
ঘ) 1376
Note : ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ সনে হয়েছিল যা ইংরেজি ১৭৭০ সাল। এই ভয়াবহ দুর্ভিক্ষে বাংলার এক-তৃতীয়াংশ মানুষ মারা গিয়েছিল। ১১৭৬ তাই সঠিক উত্তর।
ক) 5
খ) -5
গ) 25
ঘ) -25
Note : আমরা জানি (x-y)(x+y) = x²-y²। প্রদত্ত সমীকরণ (x-5)(a+x) = x²-25। এখানে x²-25 কে (x-5)(x+5) লেখা যায়। সুতরাং (x-5)(a+x) = (x-5)(x+5)। উভয় পাশ থেকে (x-5) বাদ দিলে a+x = x+5 বা a = 5। 5 তাই সঠিক উত্তর।
ক) মিশরে
খ) আরবে
গ) গ্রীসে
ঘ) চীনে
Note : সর্বপ্রথম মিশরে জ্যামিতি আলোচনা শুরু হয়েছিল। মিশরের নীল নদের বার্ষিক প্লাবনের পর ভূমির পরিমাপের প্রয়োজনে জ্যামিতির উদ্ভব হয়। মিশরে তাই সঠিক উত্তর।
ক) ০.০২৫
খ) ০.০০০০২৫
গ) ০.০০০০০২৫
ঘ) ০.২৫
Note :
০.৫ × ০.০০০৫ = ০.০০০০২৫। এই গুণফল দশমিক বিন্দুর পর মোট ৫টি সংখ্যা দেবে। ০.০০০০২৫ তাই সঠিক উত্তর।
ক) ৬টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
Note : ৪ টাকায় ১টি কমলা কেনা হয় অর্থাৎ প্রতিটি কমলার ক্রয়মূল্য ৪ টাকা। ২০% লাভে বিক্রয়মূল্য হবে ৪ + (২০% এর ৪) = ৪ + ০.৮ = ৪.৮ টাকা। ২৪ টাকায় কমলা বিক্রয় করা যাবে = ২৪ / ৪.৮ = ৫টি। ৫টি তাই সঠিক উত্তর।
ক) 18
খ) 16
গ) 15
ঘ) 21
Note : করিম ১ মিনিটে করে ১/৪৫ অংশ কাজ। রহিম ১ মিনিটে করে ১/৩০ অংশ কাজ। উভয়ে একত্রে ১ মিনিটে করে (১/৪৫ + ১/৩০) = ৫/৯০ = ১/১৮ অংশ কাজ। সুতরাং উভয়ে একত্রে কাজটি ১৮ মিনিটে সম্পন্ন করবে। ১৮ তাই সঠিক উত্তর।
জব সলুশন