বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়?
ক) ৭ মার্চ
খ) ৭ এপ্রিল
গ) ১২ এপ্রিল
ঘ) ৭ মে
বিস্তারিত ব্যাখ্যা:
প্রতি বছর ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিনটি পালন করে। ৭ এপ্রিল তাই সঠিক উত্তর।
Related Questions
ক) অর্থনৈতিক
খ) রাজনৈতিক
গ) সামরিক
ঘ) আঞ্চলিক
Note : ANZUS হলো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র এর মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক জোট। সামরিক তাই সঠিক উত্তর।
ক) ডা. জোহরা বেগম কাজী
খ) মনজুলা ময়মুন
গ) ডা. মমতাজ বেগম
ঘ) ডা. ফিরোজা বেগম
Note : উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী ছিলেন ডা. জোহরা বেগম কাজী। তিনি চিকিৎসা ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে পরিচিত। ডা. জোহরা বেগম কাজী তাই সঠিক উত্তর।
ক) ফ্রান্স
খ) চীন
গ) জাপান
ঘ) কানাডা
Note : কাফকো KAFCO অর্থাৎ কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড জাপানের আর্থিক সহায়তায় গড়ে উঠেছে। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সার কারখানা। জাপান তাই সঠিক উত্তর।
ক) 1076
খ) 1176
গ) 1276
ঘ) 1376
Note : ছিয়াত্তরের মন্বন্তর বাংলা ১১৭৬ সনে হয়েছিল যা ইংরেজি ১৭৭০ সাল। এই ভয়াবহ দুর্ভিক্ষে বাংলার এক-তৃতীয়াংশ মানুষ মারা গিয়েছিল। ১১৭৬ তাই সঠিক উত্তর।
ক) 5
খ) -5
গ) 25
ঘ) -25
Note : আমরা জানি (x-y)(x+y) = x²-y²। প্রদত্ত সমীকরণ (x-5)(a+x) = x²-25। এখানে x²-25 কে (x-5)(x+5) লেখা যায়। সুতরাং (x-5)(a+x) = (x-5)(x+5)। উভয় পাশ থেকে (x-5) বাদ দিলে a+x = x+5 বা a = 5। 5 তাই সঠিক উত্তর।
ক) মিশরে
খ) আরবে
গ) গ্রীসে
ঘ) চীনে
Note : সর্বপ্রথম মিশরে জ্যামিতি আলোচনা শুরু হয়েছিল। মিশরের নীল নদের বার্ষিক প্লাবনের পর ভূমির পরিমাপের প্রয়োজনে জ্যামিতির উদ্ভব হয়। মিশরে তাই সঠিক উত্তর।
জব সলুশন