মনোয়েল দ্যা আসসুম্পসাঁও অভিধান প্রকাশের আগে কত বছর ধরে শব্দ সংগ্রহ করেন?
ক) ২-৩ বছর
খ) ৫-৭ বছর
গ) ৯-১০ বছর
ঘ) ১৪-১৫ বছর
বিস্তারিত ব্যাখ্যা:
পর্তুগিজ পাদ্রী মনোয়েল দ্যা আসসুম্পসাঁও বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ও অভিধান রচনার জন্য প্রায় ৯-১০ বছর ধরে শব্দ সংগ্রহ করেন। এটি বাংলা ভাষার অভিধান রচনার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ তথ্য।
Related Questions
ক) যে স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট বেশি খোলে
খ) যে স্বরধ্বনির উচ্চারণে জিভ উঁচু হয়
গ) যে স্বরধ্বনি অবিকৃতভাবে উচ্চরিত হয়
ঘ) যে স্বরধ্বনি উচ্চারণে বিকৃতি ঘটে
ক) বলে
খ) ভাবে
গ) চায়
ঘ) দেখে
Note : চর্যাপদের এই চরণটিতে 'ভণই' শব্দের অর্থ হলো 'বলে' বা 'বলা'। এটি প্রাচীন বাংলা ভাষার একটি রূপ।
ক) বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
খ) রবীন্দ্রনাথের 'গোরা'
গ) শরৎচন্দ্রের 'চরিত্রহীন'
ঘ) বিভূতিভূষণের 'আরণ্যক'
Note : উল্লিখিত উক্তিটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কপালকুণ্ডলা' উপন্যাসের একটি পরিচিত সংলাপ।
ক) ঝরাপালক
খ) রূপসী বাংলা
গ) বনলতা সেন
ঘ) সাতটি তারার তিমির
Note : জীবনানন্দ দাসের মৃত্যুর পর তার অসংখ্য অপ্রকাশিত রচনার মধ্যে 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। এটি মূলত তার গ্রামবাংলার প্রকৃতি ও রূপমাধুর্য নিয়ে লেখা।
ক) তিন খণ্ডে 'বিষাদ-সিন্ধু' রচনা করেন
খ) নিজের জীবনী রচনা করেন
গ) জমিদারি দেখাশোনার কাজ করেছেন
ঘ) বিবি কুলসুম তাঁর প্রথম স্ত্রী
Note : বিবি কুলসুম তার প্রথম স্ত্রী ছিলেন না তার প্রথম স্ত্রী ছিলেন আজিজননেসা বেগম।
জব সলুশন