বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

ক) 4
খ) 9
গ) 16
ঘ) 6
বিস্তারিত ব্যাখ্যা:
বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক (A ∝ r²)। ব্যাস তিনগুণ করলে ব্যাসার্ধও তিনগুণ হয়। সুতরাং নতুন ক্ষেত্রফল হবে (3r)² বা 9r² এর সমানুপাতিক অর্থাৎ ক্ষেত্রফল ৯ গুণ বৃদ্ধি পাবে।

Related Questions

ক) ২৫ দিনে
খ) ৩০ দিনে
গ) ৩৫ দিনে
ঘ) ৪০ দিনে
Note : ক ও খ একত্রে ১ দিনে করে ১/১২ অংশ কাজ। ক একা ১ দিনে করে ১/২০ অংশ কাজ। সুতরাং খ একা ১ দিনে করে (১/১২ - ১/২০) = (৫-৩)/৬০ = ২/৬০ = ১/৩০ অংশ কাজ। অতএব খ একা সম্পূর্ণ কাজটি করতে পারবে ৩০ দিনে।
ক) 250
খ) 100
গ) 200
ঘ) 300
Note : ধরি সংখ্যাটি x। প্রশ্নমতে ০.৬০x - ৬০ = ৬০। বা ০.৬০x = ১২০। বা x = ১২০ / ০.৬০। সুতরাং x = ২০০।
ক) ১৮০ ডিগ্রি
খ) ২৭০ ডিগ্রি
গ) ৩৬০ ডিগ্রি
ঘ) ৫৪০ ডিগ্রি
Note : চাকাটি প্রতি মিনিটে (৬০ সেকেন্ডে) ৯০ বার ঘোরে অর্থাৎ প্রতি সেকেন্ডে ঘোরে ৯০/৬০ = ১.৫ বার। চাকা একবার ঘুরলে ৩৬০ ডিগ্রি কোণ অতিক্রম করে। সুতরাং ১.৫ বারে অতিক্রম করবে ১.৫ × ৩৬০ = ৫৪০ ডিগ্রি।
ক) 91
খ) 143
গ) 47
ঘ) 87
Note : একটি মৌলিক সংখ্যা শুধুমাত্র ১ এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য। এখানে ৯১ (৭×১৩) ১৪৩ (১১×১৩) এবং ৮৭ (৩×২৯) বিভাজ্য। শুধুমাত্র ৪৭ একটি মৌলিক সংখ্যা।
ক) 375
খ) 365
গ) 395
ঘ) 385
Note : ৫ থেকে ১১ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ৫ ৭ এবং ১১। এদের গুণফল হলো ৫ × ৭ × ১১ = ৩৮৫।
ক) ডেকামিটার
খ) মিটার
গ) ডেসিমিটার
ঘ) সেন্টিমিটার
Note : C.G.S. একটি মেট্রিক পদ্ধতি যেখানে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার (Centimetre) ভরের একক গ্রাম (Gram) এবং সময়ের একক সেকেন্ড (Second)।

জব সলুশন

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন