5 Ton Boiler বলতে কি বোঝায়?
ক) Boiler টির ওজন 5 Ton
খ) প্রতিদিন 5 Ton স্টিম তৈরী করে
গ) প্রতি মিনিটে 5 Ton স্টিম তৈরী করে
ঘ) কোনটিই সঠিক নয়
বিস্তারিত ব্যাখ্যা:
বয়লারের ক্ষমতা সাধারণত প্রতি ঘণ্টায় কী পরিমাণ স্টিম তৈরি করতে পারে তার ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয়। তবে প্রচলিতভাবে 'টন' এককে বয়লারের ক্ষমতা বোঝানো হয় যা দ্বারা প্রতিদিন উৎপাদিত স্টিমের পরিমাণ বোঝানো হতে পারে। প্রদত্ত অপশনগুলোর মধ্যে এটিই সবচেয়ে যৌক্তিক।
Related Questions
ক) Casual
খ) Firm
গ) Unusual
ঘ) Worried
Note : Nonchalant' একটি বিশেষণ যার অর্থ হলো নিরুদ্বেগ ভাবনাহীন বা বাহ্যিকভাবে শান্ত ও চিন্তামুক্ত থাকা (casually calm and relaxed)। তাই 'Casual' এখানে সবচেয়ে উপযুক্ত সমার্থক।
ক) কারেন্ট
খ) ভোল্টেজ
গ) গতি
ঘ) চাপ
Note : MIG (Metal Inert Gas) ওয়েল্ডিং প্রক্রিয়ায় একটি কনস্ট্যান্ট ভোল্টেজ (Constant Voltage) পাওয়ার সোর্স ব্যবহার করা হয়। এর ফলে ওয়েল্ডিং আর্কের দৈর্ঘ্য পরিবর্তিত হলেও ভোল্টেজ প্রায় স্থির থাকে যা একটি স্থিতিশীল আর্ক এবং মসৃণ ওয়েল্ডিং নিশ্চিত করে।
ক) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
খ) ইউনেস্কো
গ) জাতিসংঘ শিশু তহবিল
ঘ) বিশ্ব বাণিজ্য সংস্থা
Note : ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছিলেন। প্রশ্নটি তার সম্ভাব্য দ্বিতীয় মেয়াদকে কেন্দ্র করে তৈরি যেখানে তিনি আবারও একই পদক্ষেপ নিতে পারেন এমন ইঙ্গিত দেওয়া হয়েছে।
ক) Hole
খ) Electron
গ) Hole and electron
ঘ) কোনটিই নয়
Note : ইলেকট্রনিক্সের সেমিকন্ডাক্টর অধ্যায়ে N-type অর্ধপরিবাহী তৈরি করা হয় পঞ্চযোজী অপদ্রব্য মিশিয়ে। এতে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায় তাই এখানে মেজরিটি চার্জ ক্যারিয়ার হলো ইলেকট্রন এবং মাইনরিটি বা সংখ্যালঘু চার্জ ক্যারিয়ার হলো হোল (Hole)।
ক) আল কিন্দি
খ) ইবনে খালদুন
গ) আল গাজ্জালি
ঘ) আল ফারাবী
Note : ‘আল-মুকাদ্দিমা’ একটি বিশ্ববিখ্যাত ইতিহাস ও সমাজতত্ত্ব বিষয়ক গ্রন্থ। এর রচয়িতা হলেন চতুর্দশ শতকের আরব মুসলিম পণ্ডিত ও ঐতিহাসিক ইবনে খালদুন। তাকে সমাজবিজ্ঞান ও ইতিহাসতত্ত্বের অন্যতম জনক হিসেবে বিবেচনা করা হয়।
ক) ১৪ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
খ) ১২ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান
গ) ১৫ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান
ঘ) ১৩ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান
Note : যেহেতু প্রশ্নপত্রটি ভবিষ্যতের তারিখের তাই এটি একটি সম্ভাব্য প্রশ্ন। প্রদত্ত উত্তর অনুযায়ী ২০২৫ সালে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ১৪ জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে একুশে পদক প্রদান করা হয়।
জব সলুশন