কোন বৃত্তের অধিচাপে অন্তলিখিত কোণ?

ক) সুক্ষকোণ
খ) সমকোণ
গ) স্থূলকোণ
ঘ) পূরককোগ
বিস্তারিত ব্যাখ্যা:
বৃত্তের অধিচাপে (বড় চাপে) অন্তর্লিখিত কোণ সর্বদা এক সূক্ষ্মকোণ (৯০ ডিগ্রির চেয়ে ছোট) হয়। অন্যদিকে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ এবং উপচাপে (ছোট চাপে) অন্তর্লিখিত কোণ স্থূলকোণ হয়।

Related Questions

ক) 9
খ) 8
গ) 10
ঘ) 11
Note : ধরি সংখ্যাটি x। প্রশ্নমতে x² + x = 10(x+1)। সমীকরণটি সমাধান করলে x² + x = 10x + 10 => x² - 9x - 10 = 0 => (x-10)(x+1) = 0। যেহেতু সংখ্যাটি স্বাভাবিক তাই x=10।
ক) 28
খ) 36
গ) 54
ঘ) 18
Note : একক স্থানীয় অঙ্ক ৩ হলে দশক স্থানীয় অঙ্ক হবে ৩*৩=৯। সুতরাং মূল সংখ্যাটি ৯৩। স্থান বিনিময় করলে সংখ্যাটি হয় ৩৯। এদের পার্থক্য ৯৩-৩৯ = ৫৪।
ক) 11
খ) 12
গ) 9
ঘ) 10
Note : ১১ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ১১ ১৩ ১৭ ১৯ ২৩ ২৯ ৩১ ৩৭ ৪১ ৪৩ ৪৭। গণনা করলে দেখা যায় মোট ১১টি মৌলিক সংখ্যা রয়েছে।
ক) 8.03 সে.মি.
খ) 10.39 সে.মি.
গ) 8.48 সে.মি.
ঘ) 9.49 সে.মি.
Note : প্রথমে ছোট ঘনক তিনটির আয়তন যোগ করে নতুন ঘনকের আয়তন বের করতে হবে (৩³+৪³+৫³=২৭+৬৪+১২৫=২১৬)। নতুন ঘনকের আয়তন ২১৬ হলে তার এক বাহুর দৈর্ঘ্য হবে ৬ সে.মি. (∛২১৬)। ঘনকের কর্ণের সূত্র হলো বাহু√3। সুতরাং কর্ণের দৈর্ঘ্য হবে ৬√3 সে.মি. বা প্রায় ১০.৩৯ সে.মি.।
ক) The children were eating the cake.
খ) The children ate the cake.
গ) The cake ate the children.
ঘ) The children eat the cake.
Note : প্রদত্ত বাক্যটি Past Indefinite Tense-এর Passive Voice-এ আছে। এর Active Voice-এর গঠন হলো: Subject (by-এর পরের অংশ) + V2 + Object। তাই সঠিক রূপান্তর হলো 'The children ate the cake'।
ক) Hurt someone
খ) Do something difficult
গ) Be exactly right
ঘ) Finish a task
Note : Hit the nail on the head' বাগধারাটির অর্থ হলো কোনো কিছুর কারণ বা কোনো সমস্যার সমাধান একেবারে সঠিকভাবে খুঁজে বের করা বা সঠিক কথা বলা। অর্থাৎ 'to be exactly right'।

জব সলুশন

গণপূর্ত অধিদপ্তর - অফিস সহায়ক (13-12-2025)

ডিজিএফআই - নিরাপত্তা পরিদর্শক (এসআই) (13-12-2025)

গণপূর্ত অধিদপ্তর - হিসাব সহকারী_অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (12-12-2025)

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) - কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (12-12-2025)

সমন্বিত ৯ ব্যাংক ২ আর্থিক প্রতিষ্ঠান - সিনিয়র অফিসার (05-12-2025)

খাদ্য অধিদপ্তর - সহকারী উপ-খাদ্য পরিদর্শক (29-11-2025)

Job Solution Live Exam Recent Job Solution 2025

আমাদের মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে শিখুন