'সাগরকন্যা' বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম?
ক) কক্সবাজার
খ) কুয়াকাটা
গ) ভোলা
ঘ) সেন্টমার্টিন
বিস্তারিত ব্যাখ্যা:
সাধারণ জ্ঞান বাংলাদেশের ভূগোল: বাংলাদেশের পটুয়াখালী জেলার কুয়াকাটা সৈকতকে 'সাগরকন্যা' নামে অভিহিত করা হয় কারণ এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। কক্সবাজার বা সেন্টমার্টিনকে 'সাগরকন্যা' বলা হয় না।
Related Questions
ক) রোহিঙ্গা
খ) উইঘুর
গ) ফিলিস্তিনি
ঘ) পশতুন
Note : সাধারণ জ্ঞান আন্তর্জাতিক সম্পর্ক: চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম জনগোষ্ঠী 'উইঘুর' নামে পরিচিত। রোহিঙ্গা ফিলিস্তিনি ও পশতুন অন্যান্য অঞ্চলের জনগোষ্ঠী।
ক) চলিতরীতি
খ) সাধুরীতি
গ) মিশ্ররীতি
ঘ) আঞ্চলিক রীতি
Note : বাংলা ব্যাকরণ: সাধুরীতিতে তৎসম শব্দ এবং ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপের ব্যবহার অধিক হয়। চলিতরীতিতে তদ্ভব ও অর্ধ-তৎসম শব্দের ব্যবহার বেশি। চলিতরীতিতে তত্সম শব্দের ব্যবহার কম মিশ্ররীতি নির্দিষ্ট ভাষারীতি নয়।
ক) কর্তায় শূন্য
খ) অপাদানে সপ্তমী
গ) কর্মে শূন্য
ঘ) করণে সপ্তমী
Note : বাংলা ব্যাকরণ: 'কাকে ডাকো?' - ডাক্তারকে। এখানে 'ডাক্তার' শব্দটি ক্রিয়াপদের কর্ম তাই এটি কর্ম কারক। কোনো বিভক্তি না থাকায় এটি শূন্য বিভক্তি। কর্তা অপাদান বা করণ কারক ভিন্ন বিষয়।
ক) সিলেট
খ) কুমিল্লা
গ) নেত্রকোনা
ঘ) বান্দরবান
Note : সাধারণ জ্ঞান বাংলাদেশের ভূপ্রকৃতি: বগা লেক বাংলাদেশের বান্দরবান জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক হ্রদ। অন্যান্য জেলায় বগা লেক অবস্থিত নয়।
ক) জাতিসংঘ
খ) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা
গ) বিশ্ব সাস্থ্য সংস্থা
ঘ) বৃটিশ কমনওয়েলথ
Note : সাধারণ জ্ঞান আন্তর্জাতিক সংস্থা: বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের ১২ নভেম্বর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এর সদস্যপদ লাভ করে যা বাংলাদেশের কোনো আন্তর্জাতিক সংস্থার প্রথম সদস্যপদ। জাতিসংঘ বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ পরে লাভ করে।
জব সলুশন