ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
ক) লাভ ২৫%
খ) ক্ষতি ২৫%
গ) লাভ ১০%
ঘ) ক্ষতি ৫০%
বিস্তারিত ব্যাখ্যা:
ধরি বিক্রয়মূল্য ১০০ টাকা। যেহেতু ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ তাই ক্রয়মূল্য হবে ২০০ টাকা। এক্ষেত্রে ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য = ২০০ - ১০০ = ১০০ টাকা। শতকরা ক্ষতি = (ক্ষতি / ক্রয়মূল্য) * ১০০% = (১০০ / ২০০) * ১০০% = ৫০%।
Related Questions
ক) 18
খ) 27
গ) 28
ঘ) 29
Note : ধরি বইয়ের মূল্য x টাকা। তাহলে কলমের মূল্য (x-৭) টাকা। প্রশ্নমতে x + (x-৭) = ৪৩। সমাধান করলে পাওয়া যায় ২x - ৭ = ৪৩ বা ২x = ৫০ বা x = ২৫ টাকা (বইয়ের মূল্য)। অতএব কলমের মূল্য হবে ২৫-৭ = ১৮ টাকা।
ক) ২০০ টাকা
খ) ৩০০ টাকা
গ) ১৬০ টাকা
ঘ) ২২০ টাকা
Note : ধরি ক্রয়মূল্য ১০০ টাকা। ২০% ক্ষতিতে বিক্রয়মূল্য ৮০ টাকা। ১০% লাভে বিক্রয়মূল্য ১১০ টাকা। দুই বিক্রয়মূল্যের পার্থক্য (১১০-৮০)=৩০ টাকা। এই ৩০ টাকা পার্থক্য হলে ক্রয়মূল্য ১০০ টাকা। সুতরাং ৬০ টাকা পার্থক্য হলে ক্রয়মূল্য হবে (১০০/৩০)*৬০ = ২০০ টাকা।
ক) ৩ টা
খ) ৪ টা
গ) ৫ টা
ঘ) ৬টা
Note : টাকায় ৬টি ক্রয় মানে ১টি দ্রব্যের ক্রয়মূল্য ১/৬ টাকা। ২০% লাভ করতে হলে বিক্রয়মূল্য হবে (১/৬) * (১২০/১০০) = ১/৫ টাকা। এর অর্থ হলো ১ টাকায় ৫টি দ্রব্য বিক্রি করলে ২০% লাভ হবে।
ক) ৫০ টাকা
খ) ৫২ টাকা
গ) ৫৪ টাকা
ঘ) ৫৫ টাকা
Note : যদি ৩০% লাভে ৬৫ টাকায় বিক্রি করা হয় তবে ক্রয়মূল্যের ১৩০% = ৬৫ টাকা। সুতরাং ক্রয়মূল্য = (৬৫/১৩০) * ১০০ = ৫০ টাকা।
ক) ২২%
খ) ২৬%
গ) ৩০%
ঘ) ৩৬%
Note :
ধরি ক্রয়মূল্য ১০০ টাকা। ৪০% লাভে বিক্রয়মূল্য ১৪০ টাকা। এই বিক্রয়মূল্যের উপর ১০% কমে বিক্রি করলে নতুন বিক্রয়মূল্য হয় ১৪০ - (১৪০ এর ১০%) = ১৪০ - ১৪ = ১২৬ টাকা। এক্ষেত্রে লাভ হয় (১২৬-১০০) = ২৬ টাকা অর্থাৎ ২৬% লাভ।
ক) ৬০%
খ) ৫০%
গ) ৪০%
ঘ) ৩৫%
Note :
যদি প্রতিটি পেনসিলের ক্রয়মূল্য x হয় তাহলে ১২টি পেনসিলের ক্রয়মূল্য হবে ১২x। যেহেতু ৮টি পেনসিলের বিক্রয়মূল্য ১২x এর সমান তাই প্রতিটি পেনসিলের বিক্রয়মূল্য হবে ১২x/৮ = ১.৫x। লাভ হলো ১.৫x - x = ০.৫x। শতকরা লাভ = (০.৫x / x) * ১০০% = ৫০%।
জব সলুশন