মহাভারতের মূলে রয়েছে-
ক) রাম-সীতার কাহিনি
খ) বেহুলা-লখিন্দরের কাহিনি
গ) কুরু-পান্ডবের কাহিনি
ঘ) রাধাকৃষ্ণের কাহিনি
বিস্তারিত ব্যাখ্যা:
মহাকাব্য মহাভারত-এর মূল উপজীব্য হলো কুরু বংশের দুই জ্ঞাতিগোষ্ঠী কৌরব ও পাণ্ডবদের মধ্যে ক্ষমতা দখলের দ্বন্দ্ব এবং কুরুক্ষেত্রের যুদ্ধ।
Related Questions
ক) সঞ্জয়
খ) কবীন্দ্র পরমেশ্বর
গ) শ্রীকর নন্দী
ঘ) কাশীরাম দাস
Note : কবীন্দ্র পরমেশ্বর ছিলেন মহাভারতের প্রথম দিকের অন্যতম অনুবাদক এবং তাঁর অনুবাদটি পরাগল খাঁ এর পৃষ্ঠপোষকতায় রচিত হওয়ায় 'পরাগল্লী মহাভারত' নামে পরিচিত।
ক) কবীন্দ্র পরমেশ্বর
খ) কাশীরাম দাস
গ) শ্রীকরণ নন্দী
ঘ) সঞ্জয়
Note : মহাভারতের শ্রেষ্ঠ ও বহুল প্রচলিত বঙ্গানুবাদটি কাশীরাম দাস করেন। তার রচিত গ্রন্থটি কাশীদাসী মহাভারত নামে পরিচিত।
ক) বাল্মীকি
খ) শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস
গ) অনুবাদ
ঘ) মনু
Note : মহাকাব্য 'মহাভারত' এর রচয়িতা হলেন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বাল্মীকি রামায়ণের রচয়িতা।
ক) কীর্তিবাস বাঙলা রামায়ণ লিখিয়াছেন
খ) কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখিয়াছেন
গ) কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন
ঘ) কৃত্তিবাস বাঙলা রামায়ণ লিখেছেন
ক) হবিগঞ্জ
খ) নেত্রকোনা
গ) সুনামগঞ্জ
ঘ) কিশোরগঞ্জ
Note : কবি চন্দ্রাবতী বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মানুষ ছিলেন। বর্তমানে এটি কিশোরগঞ্জ জেলার অন্তর্গত।
ক) বিদ্যাপতি
খ) মুকুন্দরাম
গ) দ্বিজ বংশীদাস
ঘ) দ্বিজ চণ্ডীদাস
Note : মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম দ্বিজ বংশীদাস। তিনি ছিলেন মনসামঙ্গল কাব্যের একজন গুরুত্বপূর্ণ কবি।
জব সলুশন